এবার টুইটারে ভেরিফিকেশন টিকের মর্যাদা খোয়ালেন আরএসএস প্রধান ভাগবত

দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর পর এবার টুইটারে নীল টিকের মর্যাদা হারালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস প্রধান মোগন ভাগবত। একই সঙ্গে আরও বেশ কয়েকজন আরএসএস নেতার টুইটার অ্যাকাউন্ট থেকে নীল টিক সরিয়ে নেওয়াকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু মর্যাদা ফিরে পেলেও সঙ্ঘ নেতাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

বাদ ভেরিফিকেশন টিক

আরএসএস প্রধান মোহন ভাগবতের টুইটার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন না নীল টিক সরিয়ে দেওয়া হয়েছে। সঙ্ঘের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও একই পদক্ষেপ করেছে টুইটার। বক্তব্য, ২০১৯ সালে চালু হওয়া ভাগবতের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা দুই লক্ষ হলেও হ্যান্ডেলার মাত্র এক। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকার কারণে আরএসএস প্রধানের অ্যাকাউন্টের নীল টিক সরিয়ে দেওয়া হয়েছে বলে টুইটারের বক্তব্য। একই কারণে সঙ্ঘের বাকি নেতাদের অ্যাকাউন্ট থেকেও ভেরিফিকেশন টিক সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফেক নিউজের প্রবাহ বন্ধও এই উদ্যোগের অন্যতম দিক বলে জানিয়েছে টুইটার।

সরব আরএসএস

এই ইস্যুতে আরএসএসের বক্তব্য, বেশ কিছুদিন আগে থেকেই টুইটারে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। অ্যাকাউন্ট সচল না থাকার কারণেই যদি এই পদক্ষেপ করা হয়, তবে টুইটারের তা আগে থেকে জানানো উচিত ছিল বলে মনে করেন সঙ্ঘের নেতারা। বক্তব্য, নিষ্ক্রিয় হয়ে পড়ার পরেও ভেরিফিকেশন টিক রেখে দেওয়া হয়েছে, টুইটারে এমন অ্যাকাউন্টের সংখ্যা কম নয়। ফলে পরিকল্পিত ভাবেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করে মোহন ভাগবত শিবির।

নীল টিক ফিরে পেয়েছেন উপরাষ্ট্রপতি

আরএসএস প্রধান মোহন ভাগবতের আগে দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর টুইটার অ্যাকাউন্টেরও ভেরিফিকেশন টিক সরিয়ে দেওয়া হয়েছিল। তুঙ্গে উঠেছিল বিতর্ক। পরে অবশ্য তাঁর প্রোফাইলের আভিজাত্য ফিরিয়ে আনা হয়েছিল। সেই টানাপোড়েন বন্ধ হতে না হতেই মোহন ভাগবতকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ভুয়ো খবর আটকাতে উদ্যোগী টুইটার

করোনা ভাইরাসের আবহে দেশে ভুয়ো খবরের বাড়বাড়ন্ত ঠেকাতেও বিশেষভাবে উদ্যোগী হয়েছে টুইটার। তারই অঙ্গ হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা কিংবা ভুয়ো মনে হওয়া অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে টুইটার।

More MOHAN BHAGWAT News  

Read more about:
English summary
After Venkaiah Naidu Twitter removes verification tick from RSS chief Mohan Bhagwat’s account