দক্ষিণ কোরিয়ান সংস্থা Samsung বেশকিছু সময় ধরে একাধিকবার শিরোনামে এসেছে। সংস্থার এই শিরোনামে আসার কারণ তাদের Galaxy A22 স্মার্টফোনের 5G এবং 4G ভেরিয়েন্ট। টিপস্টার থেকে নানা শংসাপত্র আসন্ন স্মার্টফোনে কী বৈশিষ্ট্য থাকতে পারে তার একটা তালিকা প্রকাশ করেছে। তবে অবশেষে সংস্থার আসন্ন স্মার্টফোনে কী বৈশিষ্ট্য থাকতে পারে, সেই জল্পনার অবসান ঘটতে চলেছে ।
সম্প্রতি ৪ জুলাই Samsung Galaxy A22 উভয় ভেরিয়েন্ট নিয়ে আত্মপ্রকাশ করেছে ইউরোপীয় বাজারে। বর্তমানে Galaxy A সিরিজের এটিই সর্বশেষতম স্মার্টফোন। তবে সংস্থার মডেলটিতে উভয় ভেরিয়েন্টে আলাদা আলাদা বৈশিষ্ট্য রাখা হয়েছে। Samsung Galaxy A22 5G মডেলে যেখানে রয়েছে triple rear ক্যামেরা সেটাআপ, সেখানে অন্যদিকে Galaxy A22 রাখা হয়েছে quad rear ক্যামেরা সেটআপের ব্যবস্থা।
নতুন Samsung Galaxy A22 5G স্মার্টফোনটি চারটি স্টোরেজের বিকল্পের সঙ্গে লঞ্চ করা হয়েছে ইউরোপীয় বাজারে। সংস্থার প্রথম স্টোরেজের বিকল্প 4GB RAM + 64GB স্টোরেজের দাম রাখা হয়েছে EUR 229, ভারতীয় মূল্যে প্রায় ২০,৩০০ টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে EUR 249 , ভারতীয় মূল্যে যার দাম প্রায় ২২,১০০ টাকা। এছাড়াও গ্রাহকরা পাবে 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজের বিকল্প। যদিও সংস্থার তরফে এই দুটি বিকল্পের দাম প্রকাশ করা হয়নি। এছাড়া ইউরোপীয় বাজারে সংস্থার তরফে গ্রে, মিন্ট, ভায়োলেট এবং হোয়াইট রঙের সম্ভারে দেওয়া হচ্ছে Samsung Galaxy A22 5G স্মার্টফোনটি। ৪ জুন লঞ্চ করা হলেও জুলাই মাস থেকে বাজারে নতুন ফোনটির বিক্রি প্রক্রিয়া শুরু করবে সংস্থা ।
Samsung Galaxy A22 5G বৈশিষ্ট্য
সংস্থার নতুন 5G ভেরিয়েন্টে থাকছে একটি ৬.৬ ইঞ্চি full-HD+ ডিসপ্লের সঙ্গে ৯০ হার্জ রিফ্রেস রেট, একটি MediaTek Dimensity 700 এবং 8GB RAM ও 128GB স্টোরেজের মতো একাধিক পরিষেবা। পাশাপাশি এই স্টোরেজ পরিষেবাটি ১ টিবি পর্যন্ত বৃদ্ধি করার জন্য রয়েছে একটি microSD card এর ব্যবস্থাও। এছাড়া ক্যামেরার জন্য থাকছে একটি triple rear ক্যামেরা সেটআপ। যার মধ্যে যুক্ত রয়েছে একটি 48-megapixel primary সেন্সারের সঙ্গে f/1.8 লেন্স, একটি 5-megapixel সেন্সারের সঙ্গে একটি ultra-wide-angle f/2.2 লেন্স এবং একটি 2-megapixel depth সেন্সারের সঙ্গে একটি f/2.4 লেন্স। সেলফি এবং ভালো ভিডিও কলের জন্য থাকছে একটি 8-megapixel selfie শুটারের সঙ্গে f/2.0 অ্যাপার্চারের ব্যবস্থা। Samsung Galaxy A22 5G স্মার্টফনে 5,000mAh এর ব্যাটারি পরিষেবা থাকছে, যা ১৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।
Samsung Galaxy A22 4G বৈশিষ্ট্য
সংস্থার নতুন 4G ভেরিয়েন্টে থাকছে একটি ৬.৪ ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লের সঙ্গে একটি ৯০ হার্জ রিফ্রেস রেট, একটি MediaTek Helio G80 এবং 6GB RAM এবং 128GB স্টোরেজের মতো পরিষেবা। ক্যামেরার জন্য 4G ভেরিয়েন্টে রাখা হয়েছে একটি quad-rear ক্যামেরা সেটআপ এর ব্যবস্থা। এই সেটআপে যুক্ত থাকছে একটি 48-megapixel primary সেন্সারের সঙ্গে f/1.8 লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার (OIS), একটি 8-megapixel সেন্সারের সঙ্গে ultra-wide-angle f/2.2 লেন্স, একটি 2-megapixel depth সেন্সারের সঙ্গে f/2.4 লেন্স এবং একটি 2-megapixel macro শুটারের সঙ্গে f/2.4 অ্যাপার্চার। সেলফির জন্য গ্রাহকদের দেওয়া হচ্ছে একটি 13-megapixel সেলফি শুটারের সঙ্গে একটি f/2.2 অ্যাপার্চারের ব্যবস্থা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.