জিএসটি থেকে রাজস্ব সংগ্রহ রেকর্ড গড়েছে শেষ আট মাসে। শেষ আট মাসে ১ লক্ষ কোটি টাকা উপার্জন হয়েছে জিএসটি থেকে। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই সুখবর দিয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, প্রকৃত আয় আরও বেশি হবে এবং জিএসটি রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে তা জানা যাবে।
অর্থমন্ত্রক জানিয়েছে, শেষ আট মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ১ লক্ষ ২ হাজার ৭০৯ কোটি টাকা। করোনা ভাইরাস মহামারীজনিত কারণে বেশিরভাগ রাজ্য কঠোরভাবে লকডাউনের অধীনে থাকা সত্ত্বেও এই রাজস্ব আদায় একটা রেকর্ড। সংগৃহীত রাজস্বতে সিজিএসটি হিসাবে ১৭৫৯২ কোটি, এসজিএসটি হিসাবে ২২৬৫৩ কোটি, আইজিএসটি হিসাবে ৫৩১৯৯ কোটি, আমদানিতে সংগৃহীত ২৬০০২ কোটি এবং ৯৩৬৫ কোটি সেস অন্তর্ভুক্ত রয়েছে ৮৬৮ কোটি টাকা আমদানির সেস-সহ ।
অর্থমন্ত্রক জানিয়েছে, "উপরের চিত্রটিতে ৪ জুন অবধি দেশীয় লেনদেন থেকে জিএসটি সংগ্রহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু করদাতারা মহামারীতে বিলম্বিত রিটার্ন দাখিল করছেন। তাই চূড়ান্ত হিসেব পাওয়া যায়নি। তবে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বেশি হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকার নিয়মিত বন্দোবস্ত হিসাবে আইজিএসটি থেকে ১৫০১৪ কোটি এবং সিজিএসটিতে ১১৬৫৩ কোটি টাকা বন্দোবস্ত করেছে। মন্ত্রণালয় যোগ করেছে, ২০২১ সালের মে মাসে আদায় করা রাজস্ব গত বছরের একই মাসের জিএসটি আয়ের চেয়ে ৬৫৫ শতাংশ বেশি। এ বছর মাসে পণ্য আমদানি থেকে ৫৬ শতাংশ বেশি রাজস্বে রেকর্ড হয়েছে।