মুম্বই: নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল জনপ্রিয় মেগা সিরিয়ালের অভিনেতাকে। গত শুক্রবার, ওয়ালিভ পুলিশ পূর্ব ওসাই থেকে গ্রেফতার করে নাগিন ৩ (Nagin 3), ‘নাগার্জুনা এক যোদ্ধা” (Nagarjuna-Ek yoddha) ‘বেপনহা পেয়ার’ (Bepanha Pyaar) এর মতো জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা পার্ল ভি পুরিকে (Pearl V Puri)। শেষ তাকে দেখা গিয়েছিল ‘ব্রহ্মরাক্ষস ২’ (BramhaRakshash 2) তে।
তার সঙ্গে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও চারজনকে। ভারতীয় দন্ডবিধির ৩৭৬ নং ধারায় ও প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট পোকসো (Pocso) আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের ডিসিপি (জোন ২) সঞ্জয় পাতিল এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
পুলিশ সূত্রে খবর জেল হেফাজতেই ছিলেন এই অভিনেতা। তবে আপাতত অভিনেতাকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
তবে পুলিশ এও জানাচ্ছে যে, এটি একটি পুরনো ঘটনা। নাবালিকা মেয়েটি অভিযোগ করেছিল যে, সিরিয়ালে ক্যারিয়ারের প্রতিশ্রুতি দিয়ে পুরি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল। যদিও,নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পার্ল ভি পুরির পাশে দাঁড়িয়েছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা। পার্লের এই গ্রেফতারি নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তাঁর একাধিক মহিলা সহকর্মী।
অনিতা হাসনন্দানি (Anita Hansnandni) , ক্রিস্ট্যাল ডিজুজা, নিয়া শর্মার (Nia Sharma) মতো টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখেদের দাবি, পার্লের মতো ভদ্র ছেলে তাঁরা আলোর রোশনাইতে ভরা গ্ল্যামার দুনিয়ায় খুব কম দেখেছেন, নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে #istandwithpearl হ্যাশট্যাগ যোগ করছেন তাঁরা। শুধু মহিলা কো-স্টাররাই নন, প্রিন্স নরুলা সহ পার্লের বহু বন্ধুই এই সময়ে পাশে দাঁড়িয়েছেন অভিনেতার।
অভিনেত্রী ক্রিস্টাল ডিসুজাও (Krystle Dsouza) জানিয়েছেন, ‘পার্লের মতো ভদ্র ছেলে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। পুরোদস্তুর জেন্টলম্যান। দয়া করে কোনও অভিযোগের ভিত্তিতে কোনও পরিণতিতে পৌঁছে যাবেন না। সত্যিটা সামনে আসার অপেক্ষা করুন’। করিশমা তন্না (Karishma Tanna) পার্ল এবং নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,” সত্যমেব জয়তে! সত্যের জয় হয় আর তাই ও জিতেছে।”
তবে আদতে এই ঘটনার জল এবার কোন দিকে যায় তাই দেখার।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.