লন্ডন: ২০২০-২১ প্রিমিয়র লিগের বর্ষসেরা ফুটবলার(PL Player Of The Year) নির্বাচিত হলেন ম্যাঞ্চেস্টার সিটি(Man City) ডিফেন্ডার রুবেন ডায়াস(Ruben Dias)। গত মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের(Football Writers’ Association) বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনীত হওয়ার পর পর্তুগিজ ডিফেন্ডারের মুকুটে জুড়ল নয়া এই পালক। প্রিমিয়র লিগের ২০টি ক্লাবের অধিনায়ক এবং ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের বিচারে সেরা হলেন বেনফিকার(Benfica) এই প্রাক্তনী।
এই দৌড়ে ডায়াসের সঙ্গে ছিলেন তাঁর ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুয়েনা, দেশোয়ালি ব্রুনো ফার্নান্দেজ, জ্যাক গ্রিলিস, হ্যারি কেন, ম্যাসন মাউন্ট, মোহামেদ সালাহ এবং টমাস সুসেক। সকলকে পিছনে ফেলে শিরোপা জিতে নিলেন রোনাল্ডোর দেশের এই ডিফেন্ডার। গত মরশুমের শুরুতে বেনফিকা থেকে সিটিতে যোগ দিয়েছিলেন ডায়াস। এরপর সিটির প্রিমিয়র লিগ শিরোপা পুনরুদ্ধারে ইংল্যান্ডে অভিষেক মরশুমে নিজের জাত চিনিয়েছেন তিনি। গোটা মরশুম জুড়েই পেপ গুয়ার্দিওলার রক্ষণে বাড়তি ভরসা জুগিয়ে গিয়েছেন ডায়াস।
সদ্য শেষ হওয়া মরশুমে ৩২টি প্রিমিয়র লিগ ম্যাচ খেলেছেন ডায়াস, যার মধ্যে সিটি জিতেছে ২৩টি ম্যাচ। ডায়াস নেতৃত্বাধীন সিটি রক্ষণ এরমধ্যে ১৫টি ম্যাচ ক্লিন শিট রেখেছে। শুধু প্রিমিয়র লিগ নয়, ইংল্যান্ডে অভিষেক মরশুমে সিটির জার্সিতে লিগ কাপও(Cabaro Cup) জিতেছেন পর্তুগিজ ডিফেন্ডার। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে(UCL) ফাইনাল খেলা ‘স্কাই ব্লুজ’ রক্ষণকে ভরসা জুগিয়েছেন ইউরোপ সেরার মঞ্চেও। যদিও চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে চেলসির কাছে একমাত্র গোলে হারতে হয় সিটিকে।
চতুর্থ ডিফেন্ডার হিসেবে প্রিমিয়র লিগ সেরা ফুটবলারের খেতাব উঠল ডায়াসের হাতে। এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নেমাঞ্জা ভিদিচ, সিটির প্রাক্তন কিংবদন্তি ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি এবং লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক জিতেছিলেন এই খেতাব। পাশাপাশি রোনাল্ডোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে এই শিরোপা জিতলেন ডায়াস। ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ মরশুমে টানা দু’বছর এই খেতাব জিতেছিলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয় রোনাল্ডো। গত মরশুমে এই খেতাব পেয়েছিলেন সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েনা(Kevin De Bruyne)।
প্রত্যাশামতোই ২০২০-২১ প্রিমিয়র লিগ সেরা কোচ(Best Coach) হলেন ম্যান সিটির পেপ গুয়ার্দিওলা(Pep Guardiola)। লিডস ম্যানেজার মার্সেলো বিয়েলসা, ওয়েস্ট হ্যাম ম্যানেজার ডেভিড মোয়েস, লেস্টার ম্যানেজার ব্রেন্ডন রজার্স এবং ইউনাইটেডের ওলে গানার সোল্কজায়েরকে পিছনে ফেললেন তিনি। সিটির ফিল ফডেন(Phil Foden) জিতে নিলেন প্রিমিয়র লিগের সেরা তরুণ তুর্কির(Best Young Player) পুরস্কার।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.