ভারতের ডিজিটাল আইন মেনে চলুন,নইলে ফল ভুগতে হবে, টুইটারকে ফাইনাল নোটিস কেন্দ্রের

আর কোনও সময় দেওয়া যাবে না। ভারতের নতুন তথ্য-প্রযুক্তি আইন অবিলম্বে কার্যকর করতে হবে। টইটারকে ফাইনাল নোটিস পাঠাল কেন্দ্র। এর পরও সেটা যদি টুইটার না কার্যকর করে তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে এই সোশ্যাল মিডিয়া জায়েন্টকে। নোটিসে বলা হয়েছে টুইটারের ভারতে নিযুক্ত আধিকারীকদের কেন্দ্রের নতুন তথ্য প্রযুক্তি আইন মেনে কাজ করতে হবে।

টুইটারের সঙ্গে সংঘাত

নতুন তথ্য প্রযুক্তি আইন প্রণোয়ন করেছে কেন্দ্র। সেই আইন মেনে সব সোশ্যাল মিডিয়া সংস্থাকে দেশে কাজ করতে হবে। ফেসবুক,টুইটার সহ সব সংস্থাই সেই আইনের মধ্যে পড়বে। এমনকী সব ডিজিটাল মিডিয়াকেও এই আইন মেনেই কাজ করতে হবে বলে জানানো হয়েছে। টুইটার মোদী সরকারের এই নতুন আইটি আইনকে সহজ ভাবে মেনে নিতে রাজি নয়। ভারতে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে পরোক্ষে অভিযোগ করেছে টুইটার। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে প্রবল দ্বন্দ্ব শুরু হয়েছে এই সংস্থার।

টুইটারকে কড়া বার্তা

টুইটার ভারতের তথ্য প্রযুক্তি আইন নিয়ে ভুল ব্যাখ্যা করছে বলে পাল্টা আক্রমণ শানিয়েছে কেন্দ্র। ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। সেখানে বাক স্বাধীনতা যথেষ্ট ভাল করে রক্ষা করা হয়। এবং বিশ্বে তা স্বীকৃত বলে টুইটারকে কড়া বার্তা দিয়েছিল কেন্দ্র। তারপর থেকে টুইটারের সঙ্গে টানা পোড়েন চলছে।

উপরাষ্ট্রপতির টুইটাের ব্লু টিক অফ

হঠাৎ করেই ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর টুইটার অ্যাকাউনট থেকে ব্লু টিক অফ করে দেওয়া হয়। তাই নিয়ে টুইটারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র। যদিও চাপে পড়ে তার এক ঘণ্টার মধ্যেই উপরাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্টে আবার ব্লুটিক ফিরিয়ে দেওয়া হয়। যদিও পরে টুইটারের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত ৬ মাস ধরে টুইটারে সক্রিয় ছিলেন না তিনি সেকারণেই সেটার ব্লু টিক অফ করে দেওয়া হয়েছিল।

টুইটারকে চরম বার্তা

ভেঙ্কাইয়া নাইটুই টুইটার কাণ্ডের পরেই টুইটারকে ফাইনাল নোটিস দিয়েছে কেন্দ্র। বলা হয়েছে। অবিলম্বে ভারতের তথ্য প্রযুক্তি আইন কার্যকর করতে হবে তাদের সংস্থাকে। নইলে কড়া পদক্ষেপ করা হতে পারে। টুইটারকে সতর্ক করে ফাইনাল নোটিস পাঠিয়েছে কেন্দ্র।

More TWITTER News  

Read more about:
English summary
Center issued final notice to Twitter to maintain new IT rule