কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৮ হাজারে নিচে নেমে গিয়েছে। বাংলায় ৭৬৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৯৬। উত্তর ২৪ পরগনায় ১৬৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৫৯৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪০৮০।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০০১৮৯। শুধু এদিনই কলকাতায় ৭৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৫৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯০১৩৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৫৯৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৪৮ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩০৩১৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৬৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪০৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৮৯৯২৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯১৮০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৩০০ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৯৪৩৭ জন। হাওড়ায় আক্রান্ত ৮৮১২৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন। হুগলিতে ৪৭৭ জন বেড়ে আক্রান্ত ৭৫০৪০ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৪০ জন, কোচবিহারে ২৩৪ জন, দার্জিলিংয়ে ৩৫০ জন, কালিম্পংয়ে ৪২ জন, জলপাইগুড়িতে ৬৯২ জন, উত্তর দিনাজপুরে ১২৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৬৮ জন, মালদহে ৮২ জন, মুর্শিদাবাদে ৭৬ জন, নদিয়ায় ৪৫৮ জন, বীরভূমে ৬৯ জন, পুরুলিয়ায় ১৭ জন, বাঁকুড়ায় ১৬৮ জন, ঝাড়গ্রামে ১২৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩০৬ জন, পূর্ব মেদিনীপুরে ৪৮৪ জন, পূর্ব বর্ধমানে ১৫৭ জন, পশ্চিম বর্ধমানে ২০৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।