একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৬৮২। গতকাল এই সংখ্যা ছিল ৭৯১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ১১ হাজার ৪৪৮ জন। এদিন ৭৬৮২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ১৯ হাজার ১৩০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬১৫২। এদিন মৃত্যু হয়েছে ১১৮ জনের। গতকাল এই সংখ্যা ছিল ১১৩।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ১৯ হাজার ১৩০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪৪ হাজার ৪৪১ জন। এদিন ৮৫৮২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৬৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৬১৪৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৩ লক্ষ ৫৮ হাজার ৫৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৫.৭৩ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২৭ লক্ষ ৮৯ হাজার ৬২৫। ১১৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪২১০৭। এদিন টেস্টিং হয়েছে ৭২৬৭২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১১.১০ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০০১৮৯। এদিন ৭৯৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩০৩১৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৬৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮৪ জন বেড়ে হয়েছে ৮৯৪৩৭। হাওড়ায় আক্রান্ত ৮৮১২৫। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন। হুগলিতে ৪৭৭ জন বেড়ে আক্রান্ত ৭৫০৪০ জন।