নয়াদিল্লি: করদাতাদের স্বস্তির খবর দিতে চলেছে আয়কর দফতর (Income tax)। ৭ জুন আয়কর দফতর লঞ্চ করতে চলেছে মোবাইল অ্যাপ (Mobile App)। অথাৎ ৭ জুনের পর করদাতারা নিজেদের স্মার্টফোনের মাধ্যমে আয়কর ফাইল করতে পারবে। ডেক্সটপের পাশাপাশি পুরোটাই অ্যাকসেস করা যাবে ফোন থেকেই। ফলে ডেক্সটপে যা যা করা যায়, তার সঙ্গে স্মার্টফোনে অ্যাপের কোনও পার্থক্য থাকবে না। বতমানে বন্ধ আছে আয়কর দফতরের ওয়েবসাইটটি ।

Stay tuned!#NewPortal #eFiling pic.twitter.com/8RNje4Iquo

— Income Tax India (@IncomeTaxIndia) June 5, 2021

সম্প্রতি আয়কর দফতর ঘোষণা করে, করদাতাদের সুবিধার্থে নতুন ই-ফাইলিং পোর্টাল (e-filing Portal) চালু করা হবে। নতুন এই পোর্টালটির নাম রাখা হয়েছে ই-ফাইলিং ২.০ (e-filing 2.0)। ৭ জুন এই নয়া পোর্টালটি চালু করা হবে বলে জানানো হয়েছে। এরপর থেকে সমস্ত আয়করদাতারা নতুন www.incometax.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের কাজ করতে পারবেন। বর্তমান পোর্টালটি বন্ধ আছে ৩১ মে রাত ১২টার পর থেকে। মোবাইল ফোনের মাধ্যমেও এই পোর্টালটি সহজে এক্সেস করা যাবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (Centre Board of Direct Tax) জানিয়েছে, মাইগ্রেশনের কারণেই বর্তমান ওয়েব পোর্টাল incometaxindiaefilling.gov.in ছ’দিনের জন্য বন্ধ আছে।

নতুন এই পোর্টালে পূর্বে জমা করা আয়কর রিটার্ন ফর্মগুলি দেখতে পাওয়া যাবে। পাশাপাশি আরও অনেকগুলি সুবিধাও পাওয়া যাবে। নতুন ই-ফাইলিং পোর্টালটিতে আয়কর রিটার্ন সঙ্গে সঙ্গে প্রসেসিং হবে ফলে আয়করদাতারা দ্রুত রিফান্ড পাবেন। নতুন পোর্টালে অনলাইন ট্যাক্স পেমেন্ট সিস্টেমেও বদল করা হয়েছে। UPI, নেট ব্যাংকিং, RTGS/NEFT ইত্যাদি একাধিক মাধ্যমে করদাতারা পেমেন্ট করতে পারবে।করদাতাদের সুবিধার জন্যে লাইভ এজেন্ট চ্যাট সুবিধা আনা হয়েছে, FAQs, ভিডিও সহ করদাতাদের প্রশ্নের উত্তর ইত্যাদি বিশেষ সুবিধা পাবেন আয়করদাতারা।

উল্লেখ্য, বর্তমান সিস্টেমে কোনও মোবাইল অ্যাপ নেই। যদিও করোনা মহামারীতে করদাতাদের সুবিধা দিতে আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করেছে কেন্দ্র।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.