বিধায়ক পদ ছেড়ে দিচ্ছি, কামারহাটির পুর প্রশাসক করে দিন , পুরভোটের জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা মদনের

মন্ত্রী হতে চাই না। ছেড়ে দেব বিধায়ক পদও। কামারহাটির পুর প্রশাসক হতে চান মদন মিত্র। পুরসভা ভোটকে টার্গেট করেই কী দলনেত্রীর কাছে আবেদন রাখলেন তৃণমূলের প্রবীণ সৈনিক। দীর্ঘ কয়েক বছর পর ফের সক্রিয় রাজনীতিতে ফিরেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। কামারহাটি থেকে প্রার্থী হয়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। সেই কামারহাটিতেই থাকতে চাইলেন তিনি।

মন্ত্রী হতে চাই না

দীর্ঘদিন পরে রাজনীতিতে ফিরে বড় চ্যালেঞ্জ জয় করেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। কামারহািট কেন্দ্রে তাঁকে টিকিট দিেয়ছিল দল। বিপরীতে ছিলেন বিজেপির দুঁদে নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে থেকেই প্রায় খবরের শিরোনামে থাকতেন তিনি। মদনকে টক্কর দিতে ময়দানে রাজুকে নামিেয়ছিল বিজেপি। কিন্তু মদন মিত্রের জনপ্রিয়তার কাছে টিকতে পারেননি রাজু বন্দ্যোপাধ্যায়। হার স্বীকার করতে হয়েছে তাঁকে। অক্সিজেন নিয়ে ঘুরে কামারহাটি দখলে রেখেছেন মদন মিত্র। বিধায়ক হলেও মন্ত্রী হতে চান না। ফেসবুক লাইভে দলনেত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

কামারহাটিতেই থাকতে চান মদন

ফেসবুক লাইভে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি মন্ত্রিত্ব চান না। প্রয়োজনে বিধায়ক পদও ছেড়ে দিতে পারেন। তাঁকে কামারহাটিক পুর প্রশাসকের পদে নিযুক্ত করা হোক। ৩ মাসের মধ্যে কামারহাটির উন্নয়ন করব। তৃণমূল কংগ্রেস নেত্রীর কাছে আবেদন জানিয়েছেন মদন মিত্র। তারপরেই জল্পনা শুরু হয়েছে মন্ত্রীত্ব চাই না। বিধায়ক পদও ছেড়ে দিতে চান। মদন মিত্র কোন সমীকরণে এগোতে চাইছেন।

পুরভোট নিয়ে আলোচনা

সূত্রের খবর আজকে কালীঘাটের বৈঠকে রাজ্যের পুরভোট নিয়েও আলোচনা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই বছরেই রাজ্যে পুরভোট করাতে চায় সরকার। কোন রণকৌশলে করোনা পরিস্থিতিতে পুরভোট হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ। তাই মদন মিত্রের পুর প্রশাসক হতে চাওয়ার দাবির মধ্যে এই এই পুরভোটের সমীকরণ লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অসুস্থতাই কারণ

অনেকেই মনে করছেন মন্ত্রী হয়ে বা বিধায়ক পদে থাকার চাপ নিতে পারবেন না মদন মিত্র। তাঁর শরীরের অবস্থা তেমন ভাল নেই। মাঝে মধ্যেই অক্সিজেন নিতে হয়। তাই পুর প্রশাসক হয়ে কামারহাটির মধ্যেই নিজেকে সীমাবন্ধ রাখতে চাইছেন মদন মিত্র। একই সঙ্গে মমতার আস্থাভাজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন তিনি।

More MADAN MITRA News  

Read more about:
English summary
Madan Mitra want Kamarhati Municipality administrator post want to leave MLA post