রাজনীতিতে যে কোনও কিছুই সম্ভব, বললেন শুভ্রাংশু
এই অবস্থায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন শুভ্রাংশু। শুভ্রাংশু বলেন, প্রয়োজনের সময় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বলেছেন, রাজনীতিতে যে কোনও কিছুই সম্ভব। তাঁর এই কথাতেই তৃণমূলে ফেরার গুঞ্জন শুরু হয়েছে।
"পশ্চিমবঙ্গ বিভাজনমূলক রাজনীতি গ্রহণ করে না"
শুভ্রাংশু বলেন, "পশ্চিমবঙ্গ বিভাজনমূলক রাজনীতি গ্রহণ করে না। তা আমি উপলব্ধি করতে পেরেছি। তাই আমার মনে হয়েছে রাজনীতিতে যে কোনও কিছুই সম্ভব। তাঁর মা কৃষ্ণা রায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বাবা মুকুল রায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন সুস্থ হয়ে উঠছেন। এই অবস্থায় তিনি বলেন, "আমি কৃতজ্ঞ যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মাধ্যমে আমার মা-বাবার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন ভিন্ন দলে থাকা সত্ত্বেও।
সৌজন্য দেখিয়েছেন মমতা-অভিষেক, অভিভূত শুভ্রাংশু
শুভ্রাংশু আরও বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে এসে আমার মাকে দেখে গিয়েছেন। তিনি গত দু'সপ্তাহ ধরে আমার মায়ের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। প্রতিপক্ষ দলে থাকা সত্ত্বেও যে সৌজন্য দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে আমি অভিভূত।
শুভ্রাংশু রায়ের ফেসবুক বার্তার পর জল্পনা
এরই মধ্যে তিনি আবার একটি তাৎপর্যপূর্ণ কথা বলেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে আমার কাজের কারণে আমার মা কষ্ট পাচ্ছেন।" এর আগে বিধানসভা নির্বাচন বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা শুভ্রাংশু রায় ফেসবুকে একটি বার্তা দেন। সেখানে তিনি একটি পোস্ট করেন- জনগণের রায়ে নির্বাচিত সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা দরকার।
শুভ্রাংশুর পাশাপাশি জল্পনায় মুকুল রায়ের নামও
শুভ্রাংশুর বাবা মুকুল রায় ছিলেন বাংলার শাসক তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তৃণমূলে তিনি অলিখিত সেকেন্ড ইন কম্যান্ড হয়ে উঠেছিলেন। এহেন মুকুল রায় ২০১৭ সালে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ২০২০ সালে তাঁকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছিল। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসনে জয়ী হন তিনি।