আজমের কেরিয়ার
গত বছর ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আজম খানের। বাবার মতো আজমও উইকেটকিপার। ৫০ ওভারের ক্রিকেট খেলছেন ২০১৮ সাল থেকে। টি ২০-তে অভিষেক ২০১৯ সালে। লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছেন। পাকিস্তান সুপার লিগে খেলেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়ে। একটিই প্রথম শ্রেণির ম্যাচে মোট রান করেছেন ৫০, সর্বাধিক ৩৮। ৫০ ওভারের ফরম্যাটে ১৫ ম্যাচে ২৩৯ রান করেছেন। সর্বাধিক ৬৯। ক্যাচ ধরেছেন ১৯টি এবং স্টাম্প আউট করেছেন ৩টি। টি ২০-তে ৩৬টি ম্যাচে তাঁর রান রয়েছে ৭৪৩। চারটি হাফ সেঞ্চুরি করেছেন, সর্বাধিক ৮৮। স্ট্রাইক রেট ১৫৭. ৪১। সাতটি ক্যাচ ধরেছেন আজম।
টি ২০ দলে
বাবা দেশের প্রাক্তন অধিনায়ক। ২৩ ছুঁইছুঁই আজম এই প্রথম ডাক পেলেন পাকিস্তান দলে। পিএসএলে তাঁর পারফরম্যান্সই তাঁকে পাকিস্তান দলে ঢোকার সুযোগ করে দিল। শুধু তাই নয়, পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি ২০ কাপেও বিস্ফোরক ব্যাটিং করেছিলেন আজম। প্রথম একাদশে তিনি আসতে পারেন কিনা সেদিকে এখন নজর থাকবে ক্রিকেট মহলের। তা হলে পিতার পর আরও এক পুত্রকে দেশের হয়ে খেলতে দেখা যাবে।
প্রত্যাবর্তন অনেকের
অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজের দলে ফেরানো হয়েছে মহম্মদ আব্বাস ও নাসিম শাহকে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে না থাকলেও ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করাতেই দলে ডাক পেলেন আব্বাস। হাঁটুর চোট সারিয়ে ফিট হলে দলের সঙ্গে যেতে পারবেন ইয়াসির শাহ। জিম্বাবোয়ে সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন তাবিশ খান ও সলমন আলি আগা। আগাকে অবশ্য ইংল্যান্ড সফরের একদিনের দলে রাখা হয়েছে। টি ২০ দলে ফেরানো হয়েছে ইমাদ ওয়াসিমকে। টি ২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে ধরে নিয়েই তাঁকে দলে নেওয়া হয়েছে। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের তারকা পারফর্মার হ্যারিস সোহেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ছিলেন না, তবে আসন্ন সিরিজে তাঁকে দলে ফেরানো হয়েছে। যাঁরা এই দলে নেই তাঁদেরও টি ২০ বিশ্বকাপের দলে সুযোগের সম্ভাবনা থাকছে। তাঁদের এখন অনুশীলন করতে হবে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে মহম্মদ ইউসুফ ও সাকলিন মুস্তাকের তত্ত্বাবধানে।
অভিষেকের অপেক্ষায় আজম
তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ খেলতে ২৫ জুন ম্যাঞ্চেস্টার রওনা দেবেন বাবর আজমরা। এরপর ইংল্যান্ড থেকে বার্বাডোজ যাবে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টি ২০ খেলার পর দুই টেস্টের সিরিজও খেলবে পাকিস্তান। সামনে আটটি টি ২০ আন্তর্জাতিক। অভিষেকের অপেক্ষায় থাকা মঈন-পুত্র আজম তাই নজর কাড়তে ফের ঝড় তুলতে চান পিএসএলের বাকি ম্যাচগুলিতে।