বার্সেলোনা: আসন্ন মরশুমের জন্যেও বার্সেলোনার(Barcelona) কোচের পদে দেখা যাবে রোনাল্ড কোম্যানকে(Ronald Koeman)। বার্সেলোনায় প্রথম মরশুমে সাফল্য না পাওয়ায় ডাচ কোচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কোম্যানকে কাতালান ক্লাব ছেঁটে ফেলছে এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান ল্যাপোর্তা(Joan Laporta) নিশ্চিত করলেন যে রোনাল্ড কোম্যান ২০২১-২২ মরশুমেও বার্সেলোনার কোচ থাকছেন।
কোম্যানের পরিবর্ত যে তিনি খুঁজেছিলেন সেব্যাপারে নিশ্চিত করেছে ল্যাপোর্তা। কিন্তু শেষ অবধি ৫৮ বছর বয়সি নেদারল্যান্ডসের জাতীয় দলের প্রাক্তন কোচের উপর আরও একবার বিশ্বাস রাখতে চেয়েছেন বলে জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট। ল্যাপোর্তা জানিয়েছেন, ‘রোনাল্ড কোম্যানের চুক্তি বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওঁর সঙ্গে কথাবার্তা যেভাবে এগিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। গত মরশুমে কী হয়েছে ভুলে আগামী মরশুমে আমরা আমাদের চাহিদাগুলো একত্রিত করতে পেরেছি।’
ল্যাপোর্তা আরও বলেন, ‘আমরা বিশ্বাসী যে আগামী মরশুম বার্সেলোনার জন্য দারুণ যাবে। আমাদের একে অপরকে চেনার জন্য দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমি ক্লাবের কোচেদের সবসময় ভালো করে চিনতে চাই। অতীতে রাইকার্ড(Frank Rijkaard) এবং গুয়ার্দিওলার(Pep Guardiola) বেলাতেও এমনটা হয়েছিল।’ আগামী মরশুমে আশানরূপ ফলাফল হলে পরবর্তীতে কোম্যানের চুক্তি আরও বাড়াতে পারে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু আসন্ন মরশুমে খারাপ ফলাফল হলে কোনওরকম ক্ষতিপূরণ ছাড়াই ডাচ কোচকে চুক্তি থেকে ছেঁটে ফেলবে বার্সেলোনা।
আর আসন্ন মরশুমে ভালো ফলের আশায় ইতিমধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি সম্পন্ন করেছে কাতালোনিয়া ক্লাবটি। ফ্রি-ট্রান্সফারে ম্যাঞ্চেস্টার সিটি(Manchester City) থেকে সার্জিও আগুয়েরো(Sergio Aguero) এবং নিজেদের অ্যাকাডেমি লা মাসিয়ার(La Masia) প্রোডাক্ট তরুণ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে(Eric Garcia) সই করিয়েছে তারা। জর্জিনিও উইনালডমের(Giorginio Wijnaldum) চুক্তিও প্রায় চূড়ান্ত। জাতীয় দলে কোম্যানের আরেক প্রাক্তন ছাত্র লিয়ঁ স্ট্রাইকার মেম্ফিস ডীপে(Memphis Deepay)-কেও দলে নিতেও উদ্যোগী হয়েছে তারা। সম্প্রতি দলের মধ্যমণি লিওনেল মেসিও(Lionel Messi) সমস্ত মন কষাকষি দূরে সরিয়ে রেখে আরও দু’বছর ছোটবেলার ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
কোপা আমেরিকার পরেই সম্ভবত চুক্তিটা সেরে ফেলবেন। জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরোর সঙ্গে তাঁর যুগলবন্দি দেখার অপেক্ষায় বার্সা অনুরাগীরা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.