সোশ্যাল মিডিয়া প্রতিটি মুহূর্তে থাকে সরগরম। প্রতিদিন এখানে ভাইরাল হয় নতুন নতুন ভিডিও। আর তাতেই মজে থাকে নেটপাড়া। এমন একাধিক দৃশ্য সামজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে আপনিও হাসি চেপে রাখতে পারবেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে হেসে লুটোপুটিও খাচ্ছে নেটমহল। এই ভিডিওটিই এখন মাতিয়ে রেখেছে নেটপাড়া।  যে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে, সেটি একটি বিয়ের মুহূর্তের।

ভিডিওটিতে মালাবদল পর্বে বর (Groom Viral Video) যে কাণ্ড ঘটিয়েছে, তা দেখে হাসি থামাতে পারছে না নেটমহল। আসলে, নিজের বিয়েতে ‘আপাদমস্তক’ মদ (Drunk Groom) খেয়েছে বর। আর সে যখন মালাবদলের জন্য একটি সাজানো গোছানো মঞ্চে ওঠে, তখন তার সামনে থাকে কনে (Bride Viral Video) আর তার কিছু সঙ্গি। ছেলের সঙ্গেও আছে তার বন্ধুবান্ধব। তবে মাতাল বর কনের পরিবর্তে মালা পরিয়ে ফেলে কনের পাশে থাকা একটি মেয়েকে। আর তাতেই বেজায় চটেন সেই মেয়েটি। ভিডিওটিতেই (Viral Video) দেখা যাচ্ছে, মেয়েটি রেগে কীভাবে এই মালা বরের উপরে ছুঁড়ে ফেলে দেয়। পরে অবশ্য বরের বন্ধুরা কোনও রকমে তাঁকে সামলে কনের গলায় মালা পরাতে সক্ষম হয়।

ভিডিওটি নেট মাধ্যমে ভাইরাল (Viral) হতেই, অনেকে এটিকে আসল ভিডিও নয় বলে দাবি করে। তার পরেও নেটমহলের হাসি থামার জো নেই। ভিডিওটি বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে। ইন্সটাগ্রামে ভিডিওটি (Viral Groom) শেয়ার হয় official_niranjanm87 নামে এই হ্যান্ডেল থেকে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

দেখুন ভিডিও–

 

View this post on Instagram

 

A post shared by Niranjan Mahapatra (@official_niranjanm87)

 সেই সোশ্যাল মিডিয়ার পর্দা! যেখানে চোখ রাখলেই কতই না আজব-অদ্ভূত আর অজানা দৃশ্য চোখে পড়ে। যা দেখে নেট জনতারা কখনও মানবিকতার উজ্জ্বল নিদর্শন, কখনও চক্ষুচড়ক গাছ, তো হেসে লুটোপুটি খায়। তাই তো সময় পেলেই বা কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য তাঁরা ঘুরে যায় সোশ্যাল মিডিয়া থেকে। মুঠোবন্দী এই স্মার্টফোনই আজ মানুষের কাছে বিনোদনের অন্যতম উপকরণ হয়ে দাঁড়িয়েছে। যা দেয় তাঁদের ক্ষণিক সময়ের জন্য স্বস্তিও। নেটিজেনরাও তাই মুঠোবন্দী ফোনে খুঁজে বেড়ায় সেই সব স্বস্তিদায়ক দৃশ্য।  তেমনই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে, যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটদুনিয়া।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.