আলাপন ইস্যুতে কেন্দ্র কোন পথে! শোকজ নোটিসের উত্তর পেতেই জানান দিল সরকার

আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে রীতিমতো সরগরম কেন্দ্র ও রাজ্য । প্রাক্তন মুখ্যসচিব কেন সাইক্লো ইয়াসের বৈঠকে ছিলেন না , তা নিয়ে শোকজন নোটিস যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে। যিনি কয়েকদিন আগেই অবসর নিয়েছেন বলে জানিয়েছেন। শোকজের নোটিসের উত্তরও দিয়েছেন তিনি। এরপরই কেন্দ্র স্পষ্ট করল অবস্থান।

আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্রের অবস্থান

আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্র ধীরে ধীরে স্পষ্ট করল অবস্থান। সংবাদ সংস্থা এএআই সূত্রে জানা গিয়েছে যে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের শোকজনের উত্তর গতরাতেই পেয়েছে কেন্দ্র। এরপরই তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

কোন পদক্ষেপ আসন্ন.. কেন্দ্র কী বলছে ?

কেন্দ্র জানিয়েছে, যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চিঠি খতিয়ে দেখেই তারপর কোন পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ব্যবস্থা নেবে সরকার। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার আপাতত আলাপন বন্দ্যোপাধ্য়ায়ের চিঠি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপে যেতে চায়। এদিকে, এর আগেই আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, সাইক্লোন ইয়াসের জন্য আয়োজিত প্রধানমন্ত্রী বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারেননি, কারণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তাঁকে বেরিয়ে আসতে হয়।

আলাপন অধ্যায়ের পর সরকার নয়া পদক্ষেপ নিচ্ছে!

এদিকে, আলাপন ইস্যুর পর এবার সরকার নয়া পদক্ষেপ নিতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, আমলাদের অবসরের পর চাকরি নিয়ে নয়া নির্দেশ দিয়েছে সরকার। কেন্দ্র জানিয়েছে, অবসরের পর চুক্তি ভিত্তিক অথবা অন্য কোনও রকমের কাজে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় ভিজিল্যান্সের ছাড়পত্র বাধ্যতামূলক। এই ইস্যুতে সরকারি দফতরে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন চিঠি পাঠিয়েছে।

নির্দেশিকা কী বলছে?

এদিকে, আলাপন ইস্যুতে কেন্দ্রীয় নির্দেশিকা বলছে, অবসরের আগের ১০ বছর যে যে সংস্থায় অল ইন্ডিয়া সার্ভিসেসর ওই কর্মী কর্মরত ছিলেন সেই সমস্ত সংস্থার ছাড়পত্র তাঁকে নিতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে ছাড়পত্র দেওয়ার আবেদন জানাতে হবে। যিনি ছাড়পত্র না নিয়ে কাজে যোগ দেবেন। তাঁকে নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত, সফল টিকা গবেষণা! সিএসআইআর বৈঠকে বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ মোদীবিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত, সফল টিকা গবেষণা! সিএসআইআর বৈঠকে বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ মোদী

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Alapan Banerjee issue, Centre says they Recived the letter and further action soon to be taken
Story first published: Friday, June 4, 2021, 14:16 [IST]