ইসলামাবাদ: করোনার রাশ টানতে একমাত্র ভরসা ভ্যাকসিন (Vaccine)। আর সেই ভ্যাকসিনের প্রতি মানুষের অনীহা। তাই পৃথিবীর নানা প্রান্তে নানা ভাবে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। কোথাও ভ্যাকসিন নিলে পুরস্কৃত করা হচ্ছে, কোথাও আবার ফ্রিতে বিয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু এবার কোনো পুরষ্কার নয়। আরোও কড়া হয়েছে প্রশাসন। টিকা না নিলে তার কোপ সরাসরি পড়বে বেতনের (Salary) উপর। হ্যাঁ এমনই কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ (Sindh province)। সেখানকার সরকারি কর্মচারীরা ভ্যাকসিন না নিলে বন্ধ হয়ে যাবে তাদের বেতন। এমনটাই জানিয়েছে সেখানকার প্রশাসন।

সম্প্রতি সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ (Murad Ali Shah) সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। যারা করোনা ভাইরাসের (Corona virus) ভ্যাকসিন নিচ্ছেন না তাদের বেতন আটকানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে করোনার টাস্ক ফোর্সের বৈঠককালে সিন্ধ প্রদেশের করোনার ভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং রাজ্যে টিকা দেওয়ার সমস্ত পরিসংখ্যান পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রক এবিষয়ে নয়া নির্দেশও জারি করেছে বলে খবর।

সিন্ধ প্রদেশের স্বাস্থ্য দফতরের মতে, এই প্রদেশে এখন পর্যন্ত ১৫ লক্ষ ৫০ হাজার ৫৫৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ লক্ষ ২১ হাজার জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৪ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছেন। ওই প্রদেশে গত ২৪ ঘন্টায় ৭৮ হাজার ৭৯৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

অপরদিকে,সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন (COVID vaccine) নিতে আগ্রহী হয় তার জন্য নতুন পরিকল্পনা করল আমেরিকা (America)। এবার ভ্যাকসিন নিলেই পাওয়া যাবে বিনামূল্যে বিয়ার (Beer)। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তার আগেই যাতে মানুষ করোনা টিকার একটি ডোজ হলেও পায়, তার জন্য পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে বাইডেন (Joe Biden) প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট চান স্বাধীনতা দিবসে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত আংশিকভাবে টিকা পেয়ে যান। তার জন্যই এমন পরিকল্পনা। এই গ্রীষ্মের মধ্যে দেশকে মহামারীর পূর্ব অবস্থায় (pre pandamic) ফিরিয়ে আনার লক্ষ্যে এগোচ্ছে আমেরিকা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.