একুশের নির্বাচনে তীরে এসে তরী ডুবেছে বঙ্গ-বিজেপির। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় থেকে বঙ্গ জয়ের স্বপ্ন লালন করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং বিজেপি৷ যে বাঙালির হাতে বিজেপির গোড়া পত্তন, প্রায় ৬০ বছরের বেশি সময়েও তাঁর রাজ্যেই পদ্ম ফোটাতে পারেনি বিজেপি৷ এবার সেই সুযোগ ছিল বিজেপির কাছে৷ কিন্তু আশা জাগিয়েও এবারেও বঙ্গ বিজয় অধরা থেকেছে সংঘ পরিবারের৷ সূত্রের খবর তাই রাজ্য বিজেপি নেতৃত্বে বড়সড় রদবদল আনতে চলছে আরএসএস। কোনভাবেই নাম প্রকাশ করা যাবে না এই প্রতিশ্রুতিতে রাজ্যস্তরের এক বিজেপি নেতা জানান, সংঘ থেকে বঙ্গ-বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছিলেন এরকম একঝাঁক নেতাকে আবারও সংঘের প্রচার কাজে ফেরাতে পারে আরএসএস। যেখানে থাকতে পারে অনেক বড় নামও।
শেষ বিধানসভা নির্বাচনে বঙ্গ-বিজেপির শীর্ষ নেতৃত্বের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় সংঘ। সূত্রের খবর আরএসএস থেকে বিজেপিতে পা রাখা কিছু নেতার বিরুদ্ধেও রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছে কেশবভবনে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার এক সংঘ ঘনিষ্ঠ বিজেপি নেতার বক্তব্য, RSS-এর আদর্শ থেকে সরে এসে দলে নিজেকেই 'হোলিয়ার দ্যান দাউ' ভাবতে শুরু করেছে কয়েকজন। তাদেরই আবার প্রচারের কাজে ফেরাতে চলেছে সংঘ৷
রদবদল হতে পারে বঙ্গ-বিজেপির সাংগঠনিক স্তরেও৷ অনেকদিনের আরএসএস নেতা বিদ্যুৎ মুখোপাধ্যায়কে রাজ্য বিজেপির বিশেষ পদে বসানো হতে পারে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্য বিজেপিতে কিছু 'বিশেষ পদ' তৈরি করে দলের বড় পদগুলির স্বেচ্ছাচারী সিদ্ধান্তে লাগাম পরাতে চাইছে সংঘ৷ তবে শুধু বিদ্যুৎ মুখোপাধ্যায় নয়, বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সভাপতি শচীন্দ্রনাথ সিনহার নামও শোনা যাচ্ছে বঙ্গ-বিজেপির অন্দরমহলে৷ আগামীদিনে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো শিক্ষিত ও ফ্রেশ মুখ বঙ্গ-বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসুক এমনটাও চাইছেন অনেকে। এখন দেখার আগামীদিনে কোন পথে কাদের নিয়ে হাঁটে
বঙ্গ-বিজেপি।