সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮,৬১৯ টাকা। প্রসঙ্গত, সোনার দাম ১০ গ্রামের নিরিখে অনেকটাই কম আজ। গত কয়েকদিনে সোনার দাম কিছুটা পড়েছিল। তবে তাতেও তা ১০ গ্রামে ৫০ হাজারের ঘর ছুঁই ছুঁই করেছে। তবে আজ শতাংশের বিচারে ১০ গ্রামে সোনার দাম ০.১ শতাংশ কমেছে।
রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে দাঁড়িয়েছে ৭০,৭২২ টকা। ১ কেজিতে রুপোর দাম ০.১ শতাংস কমেছে আজ। গত সেশনে সোনার দাম ২ শতাংশ পড়েছে। ১০ গ্রামে পড়েছে ৯৫০ টাকা। রুপোর দাম প্রতি কেডিতে নেমেছে ১৮০০ টাকা।
কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে আজ ৪৭,১১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম আজ ৫১,৪৬০ টাকা। ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম গতকাল ছিল ৪৭,১০০ টাকা। ২৪ ক্যারেটে ছিল ৫১,৪৫০ টাকা।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৮৫০ টাকা রয়েছে আজ। ২৪ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে দাঁড়িয়েছে ৪৯,২৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,১১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,৩৬০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৫০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৬৪০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)