লন্ডন: ইউরোপ সেরা ট্রফি এনে দেওয়ার পর জার্মান কোচের সঙ্গে চেলসির(Chelsea) চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়াটা একপ্রকার নিশ্চিতই ছিল। শুক্রবার খাতায়-কলমে তাতে সিলমোহর পড়ল। ২০২৪ অবধি ‘ব্লুজ’দের কোচের দায়িত্বে থাকছেন থমাস টাচেল(Thomas Tuchel)। অর্থাৎ, দু’বছর চেলসির সঙ্গে জার্মান কোচের চুক্তির মেয়াদ বাড়ল। চলতি বছর জানুয়ারিতে দেড় বছরের চুক্তিতে পশ্চিম লন্ডনের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ড(Borussia Dortmund), পিএসজি(PSG)-র প্রাক্তন কোচ।

চেলসির সঙ্গে চুক্তি বাড়িয়ে যারপরনাই উচ্ছ্বসিত চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ। টাচেল বলছেন, ‘চুক্তি নবীকরণের জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আমি কৃতজ্ঞ একইসঙ্গে ভীষণ খুশি চেলসি পরিবারের একজন সদস্য থাকতে পেরে। এখনও অনেক সাফল্য এনে দেওয়া বাকি রয়েছে। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।’ যদিও ফলাফলের উপর ভিত্তি করে ক্লাবে জার্মান কোচের চুক্তি বর্ধিত হওয়ার সম্ভাবনা উল্লেখ ছিলোই। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা বোঝা যায়নি।

২০২০-২১ মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়ে ৩০টি ম্যাচ চেলসির সাইডলাইনে ছিলেন টাচেল। এর মধ্যে মাত্র ৫টি ম্যাচে হেরেছে ‘ব্লুজ’রা। এফএ কাপ কাপ(FA Cup) ফাইনালে লেস্টার সিটির(Leicester City) সঙ্গে ০-১ ব্যবধান হতাশ করেছিল বটে কিন্তু চেলসি কোচ হিসেবে সদ্য-সমাপ্ত মরশুমে হাই-প্রোফাইল কোচেদের বারবারই টেক্কা দিয়েছেন টাচেল। সবশেষে চ্যাম্পিয়ন্স লিগ(UCL) জয়ের মত অপ্রত্যাশিত একটা ফলাফল কোচের চুক্তি বাড়িয়ে নেওয়ার জন্য ম্যানেজমেন্টকে দু’বার ভাবায়নি।

ক্লাবের ডিরেক্টর মারিনা গ্র্যানোস্কাইয়া(Marina Granovskaia) বলছেন, ‘থমাস নির্দ্বিধায় তাঁর জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছেন এবং খুব কম সময়ে ক্লাবের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। প্রিমিয়র লিগে প্রথম চারে ফিরে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের চাইতে বড় খুশি আর কীই বা হতে পারে।’

টাচেলের পাশাপাশি চেলসি একবছরের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে তাঁদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা(Thiago Silva) এবং ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুর(Olivier Giroud) সঙ্গেও। ৬ গোল করে জিরুই চেলসির সর্বাধিক গোলস্কোরার ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগে। অন্যদিকে পিএসজি থেকে মরশুমের শুরুতে লন্ডনের ক্লাবে যোগ দেওয়া থিয়াগো সিলভা সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৩৪টি ম্যাচে ভরসা দিয়েছেন ‘ব্লুজ’ রক্ষণে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.