দেশজোড়া আর্থিক মন্দার মাঝে গত মাস থেকে দামের ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল ঝরাচ্ছে পেঁয়াজ। জ্বালানি তেলের দামবৃদ্ধির মধ্যেই ক্রমেই মহার্ঘ হচ্ছে পেঁয়াজ। বর্তমানে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত কেজি প্রতি পেঁয়াজের দাম পড়ছে কলকাতার বিভিন্ন বাজারে। গত কয়েকদিনে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম। আর তাতেই নাভিশ্বাস উঠছে আম-আদমির।
#PasheAchheAbhishek নতুন প্রচার কর্মসূচি তৃণমূলের, 'জননেতা' অভিষেক, প্রকাশ্যে ভিডিও
এদিকে ঘূর্ণিঝড় অয়াস চলে যাওয়ার পর থেকে রাজ্যের প্রায় প্রতিটা জায়গাতেই বেড়েছে শাক-সব্জির দাম। এবার তাতে নবতম সংযোজন পেঁয়াজ। ঝড়ের কারণে ফসলের ক্ষতি হওয়াতেই শাক-সব্জির দাম বাড়ছে হলে অনেকের ধারণা। গত তিন দিনের ব্যবধানে শুধুমাত্র পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা অবধি বেড়ছে। কিছুদিন আগেই যে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকার ঘরে ছিল তা বর্তমানে ৪০ টাকা পর্যন্ত কেজি দরে বিকোচ্ছে। ব্যবসায়ীদের একাংশের দাবি পাইকারি বাজারে দাম বাড়াতেই এই মূল্যবৃদ্ধি। কিন্তু সেখানেই বা কেন দাম বাড়ছে সেই বিষয়ে বিশেষ কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না।