দামের ঝাঁঝে চোখে জল, ইয়াসের প্রভাবেই কী পাইকারি বাজারে ক্রমেই চড়ছে পেঁয়াজের দাম?

দেশজোড়া আর্থিক মন্দার মাঝে গত মাস থেকে দামের ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল ঝরাচ্ছে পেঁয়াজ। জ্বালানি তেলের দামবৃদ্ধির মধ্যেই ক্রমেই মহার্ঘ হচ্ছে পেঁয়াজ। বর্তমানে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত কেজি প্রতি পেঁয়াজের দাম পড়ছে কলকাতার বিভিন্ন বাজারে। গত কয়েকদিনে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম। আর তাতেই নাভিশ্বাস উঠছে আম-আদমির।


এদিকে গত তিন দিন আগে প্রতি ৪০ কিলো পেঁজারে পাইকারি বাজারে দাম ছিল ৯৫০ টাকা। তারপরের দিন তা হয় ১০৫০ টাকা। আর শুক্রবারের দাম দাঁড়িয়েছে ১২০০ টাকা। যদিও ব্যবসায়ীদের দাবি শিয়ালদা কোলে মার্কেটের মতো শহরে বড় বড় বাজারগুলিতে পেঁয়াজের যথেষ্ট জোগান রয়েছে, কিন্তু তারপরেও একপ্রকার জোর করেই বাড়ানো হচ্ছে দাম। যদিও এর পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না কেউই।

#PasheAchheAbhishek নতুন প্রচার কর্মসূচি তৃণমূলের, 'জননেতা' অভিষেক, প্রকাশ্যে ভিডিও#PasheAchheAbhishek নতুন প্রচার কর্মসূচি তৃণমূলের, 'জননেতা' অভিষেক, প্রকাশ্যে ভিডিও

এদিকে ঘূর্ণিঝড় অয়াস চলে যাওয়ার পর থেকে রাজ্যের প্রায় প্রতিটা জায়গাতেই বেড়েছে শাক-সব্জির দাম। এবার তাতে নবতম সংযোজন পেঁয়াজ। ঝড়ের কারণে ফসলের ক্ষতি হওয়াতেই শাক-সব্জির দাম বাড়ছে হলে অনেকের ধারণা। গত তিন দিনের ব্যবধানে শুধুমাত্র পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা অবধি বেড়ছে। কিছুদিন আগেই যে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকার ঘরে ছিল তা বর্তমানে ৪০ টাকা পর্যন্ত কেজি দরে বিকোচ্ছে। ব্যবসায়ীদের একাংশের দাবি পাইকারি বাজারে দাম বাড়াতেই এই মূল্যবৃদ্ধি। কিন্তু সেখানেই বা কেন দাম বাড়ছে সেই বিষয়ে বিশেষ কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না।

More BJP News  

Read more about:
English summary
in three days price of onion increased from 10 to 15 rupees