ফরাসি ওপেনে ম্যাচ গড়াপেটার কালো ছায়া। গতবারের ফরাসি ওপেনের ডাবলস ম্যাচে গড়াপেটার অভিযোগে এবার রোঁলা গারোয় হারতেই গ্রেফতার হলেন রাশিয়ান টেনিস খেলোয়াড় ইয়ানা সিজিকোভা।
বৃহস্পতিবার রাতেই সিজিকোভাকে প্যারিসে গ্রেফতার করা হয়। গত বছর সেপ্টেম্বরে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে সিজিকোভা ও তাঁর মার্কিন পার্টনার ম্যাডিসন ব্রেঙ্গল হেরে যান রোমানিয়ার আন্দ্রিয়া মিতু ও প্যাট্রিসিয়া মারিয়া তিগের কাছে। এই ম্যাচকে কেন্দ্র করে চরম পর্যায়ে বেটিংয়ের অভিযোগ আসতেই তদন্তে নামে পুলিশ। দ্বিতীয় সেটের পঞ্চম গেমে সিজিকোভার করা দুটি ডাবল ফল্ট সন্দেহ তীব্রতর করে তদন্তকারীদের। গ্রেফতারির বিষয়ে বিস্তারিত এখনও জানানো না হলেও ওই তদন্তের প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই ২৬ বছরের সিজিকোভাকে গ্রেফতার করা হয়েছে বলে প্যারিস পুলিশ সূত্রে খবর।
ফ্রান্সের টেনিস ফেডারেশন সিজিকোভার গ্রেফতারির খবরের সত্যতা স্বীকার করে নিলেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে চায়নি। রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট শামিল তারপিশেভ জানিয়েছেন, গ্রেফতারির খবর পেলেও এ বিষয়ে বিস্তারিত নথি হাতে পাইনি। তার আগে কিছু বলা সম্ভব নয়। তবে প্যারিসে রাশিয়ান দূতাবাসকে সব কিছু জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
একাতেরিনা আলেকজান্দ্রোভার সঙ্গে নতুন জুটি বেঁধে এবার ফরাসি ওপেনে নেমেছিলেন সিজিকোভা। যদিও এবারও প্রথম ডাবলসে তাঁদের জুটি ১-৬, ১-৬ ব্যবধানে হেরে যায়। মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে সিজিকোভা রয়েছেন ১০১ নম্বর স্থানে। তাঁর গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে টেনিস মহলে।
ছবি- ইনস্টাগ্রাম