ফরাসি ওপেনে ফের অঘটন, ছিটকে গেলেন তৃতীয় বাছাই সাবালেঙ্কা

ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে ইন্দ্রপতন অব্যাহত। চতুর্থ রাউন্ড শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন প্রথম তিন বাছাই। নাওমি ওসাকা, অ্যাশ বার্টির পর এবার তৃতীয় রাউন্ডে হেরে গেলেন তৃতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা। মহিলাদের সিঙ্গলসে তাই এবার ফেভারিট কেনিন।

অব্যাহত অঘটন

তৃতীয় বাছাই সাবালেঙ্কাকে হারিয়ে আজ ফরাসি ওপেনে সবচেয়ে বড় অঘটনটি ঘটালেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। তাঁকে গত মাসেই মাদ্রিদে সেমিফাইনালে হারিয়েছিলেন সাবালেঙ্কা। যদিও আজ সাবালেঙ্কার ৩৯টি আনফোর্সড এররের সুযোগ নিয়ে তিনি মধুর প্রতিশোধ নিলেন এবং এক দশক পর পৌঁছে গেলেন ফরাসি ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে। পাভলিউচেঙ্কোভা জিতলেন ৬-৪, ২-৬, ৬-০ ব্যবধানে। মানসিক স্বাস্থ্যের কারণে সাংবাদিক সম্মেলন বয়কট করার সিদ্ধান্তে বিতর্ক তৈরি হওয়ায় সরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা। চোটের কারণে গতকালই খেলার মাঝপথে সরে দাঁড়ান শীর্ষ বাছাই অ্যাশ বার্টি। এবার সাবালেঙ্কার বিদায়ে চতুর্থ বাছাই সোফিয়া কেনিনই ফেভারিট হিসেবে থাকছেন চতুর্থ রাউন্ড থেকে।

আজারেঙ্কা এগোচ্ছেন

পাভলিউচেঙ্কোভা প্রি কোয়ার্টারে খেলবেন ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে। ২০১৩ সালে ফরাসি ওপেনের সেমিফাইনাল খেলার পর থেকে আর প্রি কোয়ার্টার অবধি পৌঁছাতে পারেননি বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা আজারেঙ্কা। এদিন তিনি ২৩তম বাছাই ম্যাডিসন কিজকে হারালেন ৬-২, ৬-২ ব্যবধানে। এই মরশুমে একটি ম্যাচ খেলেই রোলাঁ গারোতে নেমেছেন আজারেঙ্কা। পিঠের কারণে প্রথম রাউন্ডের পরেই সরে দাঁড়িয়েছিলেন মাদ্রিদ ওপেন থেকে। অবাছাই তামারা জিদানেক ও ২১তম বাছাই অলেনা রিবাকিনাও এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের প্রি কোয়ার্টারে পৌঁছালেন।

জেরেভ, মেদভেদেভ, নিশিকোরি শেষ ১৬-তে

ফরাসি ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গেলেন ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেরেভ। সার্বিয়ার লাসলো জেরেকে তিনি হারালেন ৬-২, ৭-৫, ৬-২ সেটে। জার্মান জেরেভের সামনে প্রি কোয়ার্টারে বিশ্বের প্রাক্তন চার নম্বর জাপানের কেই নিশিকোরি। এদিনই প্রথম সেট কেই নিশিকোরি ৭-৫ ব্যবধানে জেতার পরই চোটের কারণে সুইস প্রতিপক্ষ হেনরি লাকসোনেন সরে দাঁড়ান। ফলে প্রি কোয়ার্টারে পৌঁছাতে বেশি বেগ পেতে হলো না নিশিকোরিকে। ১ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে ওপেলকাকে ৬-৪, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে প্রি কোয়ার্টারে পৌঁছে গিয়েছেন পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ।

রেকর্ডের দিকে সেরেনা

সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের দিকে এগোচ্ছেন সেরেনা উইলিয়ামসও। ড্যানিয়েলা কলিন্সকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন সপ্তম বাছাই সেরেনা।

👏🇫🇷#RolandGarros | @serenawiliams pic.twitter.com/2kVEAgY1QV

— Roland-Garros (@rolandgarros) June 4, 2021

More FRENCH OPEN News  

Read more about:
English summary
Third Seed Aryna Sabalenka Knocked Out Of French Open. Former World Number One Victoria Azarenka Reached The Fourth Round Of The French Open For The First Time Since 2013.