ভারতে ৫জি চালু করার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী জুহি চাওলা। শুক্রবার দিল্লি হাইকোর্ট জুহির দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে। এর পাশাপাশি বলিউড অভিনেত্রীকে ভর্ষণা করে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে সাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই মামলাটি করেছেন অভিনেত্রী। 'জুহি চাওলা ও অন্যান্যরা বনাম বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা বোর্ড' নামে মামলাটির রেজিস্ট্রেশন হয়েছিল৷
দিল্লি হাইকোর্টের বিচারপতি জেআর মিধা বেঞ্চ রায় দিতে গিয়ে বলেন, ' বাদীপক্ষ (জুহি চাওলা) সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনানির ওয়েব লিংক প্রচার করেছিলেন। পাবলিসিটির জন্যই তিনি এসব করেছেন৷' এরপরই আইন পদ্ধতির অপব্যবহারের জন্য জুহি ও অন্যান্য বাদীদের ২০ লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট।
অভিনেত্রী চাওলা এই লিঙ্কটি জনসমক্ষে প্রকাশ করায় শুনানিতে বাধা সৃষ্টি হয় বলে জানিয়েছেন কোর্ট৷ একই সঙ্গে আদলত অবমাননার নোটিশ জারী হয়েছে জুহি অ্যান্ড কোং-এর বিরুদ্ধে।
দিল্লি হাইকোর্টের এই ঘোষণার পরে জুহির উকিল দীপক খোসলা কোর্টের এই আদেশ স্থগিতধাদেশ চেয়ে অনুরোধ করেন। জুহির উকিলের বক্তব্য ছিল ২০ লক্ষ টাকার জরিমানার কোনও আইনি ভিত্তি নেই। অনুরোধ প্রত্যাখ্যান করে বিচারপতি মিধা বলেন, 'এই মামলাটি এখানেই শেষ হয়ে গিয়েছে। আপনাদের জন্য আইনের দরজা খোলা রয়েছে।
হোটেল, পর্যটন শিল্পে প্রাণ ফেরাতে উদ্যোগী রিজার্ভ ব্যাঙ্ক, কী ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর
চাওলা বীরেশ মালিক এবং তীনা বাচনীরা হাইকোর্টে মামলা করেছিলেন যে ৫ জি প্রযুক্তি নিরাপদ এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যবহার বন্ধ রাখা হোক।