বাড়িতে বসেই হোক উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রস্তাব শিক্ষা সংসদের, বিকল্প মূল্যায়নের প্রস্তাব মাধ্যমিকে

উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা নিয়ে আজ ফের বৈঠকে বসছে বিশেষজ্ঞ কমিটি। পরীক্ষা কীভাবে পরিচালনা করা যায় তা নিয়ে প্রস্তাব দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাড়িতে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা সংসদ। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা ক্ষেত্রেও বিকল্প মূল্যায়ণের ভাবনা চিন্তা চলছে।

মাধ্যমিক উচ্চমাধ্যমিকে অনিশ্চয়তার মেঘ

এখনও অনিশ্চয়তার মেঘ কাটেনি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রী প্রথমে ঘোষণা করেছিলেন জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হবে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যৌথ সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেদিনই সেটা স্থগিত রাখা হয়। সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

বাড়িতে বসেই উচ্চ মাধ্যমিক

আজ ফের বৈঠক রয়েছে বিশেষজ্ঞ কমিটির। তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তাব দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে বলা হয়েছে স্নাতক স্তরের মতোই বাড়িতে বসেই দেওয়া হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সেটা থেকে উত্তর লিখে অনলাইনে উত্তর পত্র আপলোড করে দিতে পারবেন ছাত্রছাত্রীরা। ঠিক েযমনটা হয় স্নাতক স্করে। ওপেন বুক এগজামিনেশনের পথে হাঁটতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

মাধ্যমিকে বিকল্প ভাবনা

মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বিকল্প ভাবনার নিচ্ছে পর্যদ। পরীক্ষার পথে হাঁটতে চাইছে না তারা। নবম ও দশম শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ণ করে রেজাল্ট প্রকাশ করার প্রস্তাব দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই সেই প্রস্তাব বিষেজ্ঞ কমিটির কাছে জমা পড়েছে। আজ বিকেলে বৈঠকের পর সন্ধের মধ্যেই রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করা হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা কীভাবে

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংসদের পক্ষে দাবি করা হয়েছে তাঁরা ইতি মধ্যেই প্র্যাক্টিকাল ও প্রজেক্ট ওয়ার্কের উত্তরপত্র হাতে পেয়ে গিয়েছেন অর্থাৎ ৩০ নম্বরের পরীক্ষা হয়ে গিয়েছে। বাকি পরীক্ষা বাড়িতে বসে দিতে কোনও সুবিধা হবে না। সংসদের এই প্রস্তাবকে সাধুবাধ জানিয়েছে অনেেকই। যদিও প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোম সেন্টার করে পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন।

More MADHYAMIK News  

Read more about:
English summary
Higher secondary Examination 2021 may be conducted from home proposed by Higher secondary council