ভারত থেকে কি দেখা যাবে সূর্যগ্রহণ?
১০ জুনের সূর্যগ্রহণে চাঁদ প্রায় সূর্যের ৯৭ শতাংশ অংশ ঢেকে দিতে চলেছে। সেই দিন ভারতের সমস্ত জায়গা থেকে সূর্যের গ্রহণ দেখা যাবে না। তবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ ও তার সংলগ্ন কিছু এলাকা থেকে এই সূর্যগ্রহণ দেখা যেতে পারে। এমনকি লাদাখ থেকেও দেখা যেতে পারে সূর্যগ্রহণ।
১০ জুন সূর্যগ্রহণের সময়
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন দুপুর ১ টা ৪২ মিনিট থেকে শুরু হবে। এরপর তা চলবে সন্ধ্যে ৬ টা ৪১ মিনিট পর্যন্ত। প্রসঙ্গত, ২০২১ সালে এই গ্রহণই এমন একটি মাত্র গ্রহণ যা চন্দ্রগ্রহণের ১৫ দিনের মাথায় ঘটছে।
বিশ্বের কোথা থেকে দেখা যাবে গ্রহণ?
১০ জুনের গ্রহণ শুধুমাত্র এশিয়া থেকেই দেখা যাবে না। উত্তর আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, ইউরোপ, পশ্চিম আফ্রিকা থেকেও দেখা যাবে এই গ্রহণ । তবে এশিয়ায় এই গ্রহণ আংশিকভাবে দেখা যাবে।
'রিং অফ ফায়ার' আসন্ন
১০ জুনের সূর্যগ্রহণ মূলত 'রিং অফ ফায়ার'। বলা হচ্ছে চাঁদ এই দিনে সূর্যের ৯৭ শতাংশ অঁশ ঢেকে দেবে। ফলে সূর্যের শেষাংসে একটি আলোর বৃত্ত তৈরি হবে। যা রিং অফ ফায়ার নামে খ্যাত। ২০২১ সালের প্রথম গ্রহণে এই দৃশ্য দেখা যাবে।