প্যারিস: নাওমি ওসাকা (Naomi Osaka) নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আগেই। শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি (Ashleigh Barty) দুর্ভাগ্যজনকভাবে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন চোটের কারণে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার আবার তৃতীয় রাউন্ডে হেরে ছিটকে গেলেন তৃতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। অর্থাৎ, রোলাঁ গারোয় (Roland Garros) তাঁর অর্ধে অবশিষ্ট প্রতিযোগিনীদের মধ্যে আপাতত শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস (Serena Williams)। ২৪ তম মেজর জিতে মার্গারেট কোর্টকে (Margaret Court) ছোঁয়ার লক্ষ্যে শুক্রবার আরও একধাপ এগোলেন ‘সুপার মম’।

স্বদেশী ড্যানিয়েল কলিন্সকে (Danielle Collins) উড়িয়ে দিয়ে বাকিদের প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখলেন মার্কিনী সেরেনা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে একটি সেটে হোঁচট খাওয়ার পর এদিন স্ট্রেট সেটে প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিলেন ২৩টি মেজরের মালকিন। সেরেনার পক্ষে এদিন ম্যাচের ফল ৬-৪, ৬-৪। তবে দ্বিতীয় সেটে এদিনও ফের একবার চাপে পড়ে গিয়েছিলেন সেরেনা। গতবারের কোয়ার্টার ফাইনালিস্টের কাছে সেট খোয়ানোর মত পরিস্থিতি তৈরি হয়েছিল। কলিন্সের পক্ষে দ্বিতীয় সেটে একসময় ফল ছিল ৪-১।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচটি গেম জিতে ম্যাচ ঝুলিতে ভরেন রোলাঁ গারোর তিনবারের খেতাবজয়ী। ম্যাচ জিতে মার্কিনি বলেন, ‘আজকের ম্যাচটা খুব কঠিন ছিল। কিন্তু আমি ভালো খেলেছি, মনোযোগী থেকেছি। আমি আমার পারফরম্যান্সে খুশি।’ পরের রাউন্ডে সেরেনা মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা রিবাকিনার (Elena Rybakina)। সেই ম্যাচ সেরেনার পক্ষে খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। সব ঠিক থাকলে কোয়ার্টারে সেরেনার মুখোমুখি হতে চলেছেন পুরনো প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া আজারেঙ্কা (Victoria Azarenka)।

তিন বছর আগে শেষবার সেরেনা যখন চতুর্থ রাউন্ডে পৌঁছেছিলেন, মারিয়া শারাপোভার বিরুদ্ধে ম্যাচের আগে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। গতবছর দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগেও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মার্কিনি। তবে এবারে ‘সুপার মম’-কে বেশ ছন্দেই দেখাচ্ছে। ৫টি এস এবং ২২টি উইনার মেরে এদিন কলিন্সকে দেড় ঘন্টারও কম সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেন তিনি।

পুরুষ সিঙ্গলসে যুক্তরাষ্ট্রের রিলি ওপেলকাকে (Reilly Opelka) হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিলেন রাশিয়ার দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। স্ট্রেট সেট জয়ে এদিন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্টের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-২, ৬-৪।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.