১১-১৩ জুন বঙ্গোপসাগরে নিম্নচাপ
এবার কি নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হতে চলেছে, তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা ঊপকূলের খুব কাছেই ১১ থেকে ১৩ জুনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা রাজ্যের বেশিরভাগ অংশে বর্ষা পৌঁছে যাবে। অর্থাৎ এই নিম্নচাপ মৌসুমী বায়ুর অনুঘটকের কাজ করবে।
বর্ষা ছড়াবে মধ্যভারতে
৩ জুন কেরলে বর্ষা শুরু হয়েছে। তা ক্রমশই উত্তরমুখী। তবে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়ে করে বর্ষা শুরু হবে তা নিয়ে এদিন পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার জেরে পশ্চিমবঙ্গের পাশাপাশি মৌসুমী বায়ু ছড়িয়ে পড়বে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়ে।
আগামী ২-৩ দিনে উত্তর-পূর্ব ভারতে বর্ষা
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকতে চলেছে। উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢোকে বাংলাদেশ-মিয়ানমার উপকূল দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে চলেছে। অরুণাচল, অসম, মেঘালয়ে ৮ জুনের মধ্যে এবং নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ৭ জুনের মধ্যে ভারী বৃষ্টি হবে। সাধারণভাবে উত্তরপূর্ব ভারত থেকেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়।
উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে তার পরবর্তী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে, পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না হলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৫ (২৬.৫)
বালুরঘাট ২৭.৬ (২৫.৮)
বাঁকুড়া ২৭.২ (২৬.৬)
ব্যারাকপুর ২৮.৮ (২৮)
বহরমপুর ২৭.৮ (২৫.৮)
বর্ধমান ২৬.৪ (২৫)
ক্যানিং ২৮.৪ (২৭.৪)
কোচবিহার ২৫.১ (২৫.১)
দার্জিলিং ১২.২ (১২)
দিঘা ২৮.৬ ( ২৭)
কলকাতা ২৯ (২৭.৬)
মালদহ ২৮.৪ (২৮.১)
পানাগড় ২৮.৪ (২৭.৮)
পুরুলিয়া ২৬.১ (২৪.৫)
শিলিগুড়ি ২৪.৯ (২৪.১)
শ্রীনিকেতন ২৭.৬ (২৬.৮)