মুকুল রায়ের পরিবর্তে যে নাম নিয়ে ভাবছে বিজেপি
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়ের পরিবর্তে যে নাম নিয়ে ভাবছে বিজেপি, সেই নামটিও অভিজ্ঞ ব্যক্তির। এবং যথেষ্ট কঠিন লড়াই লড়ে তিনি বিধানসভায় গিয়েছেন। এবার সেই লড়াইয়ের পুরস্কার পেতে চলেছেন তিনি। তিনি আর কেউ নন, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী।
মুকুল কেন নন, সেই যুক্তি খাঁড়া করেছে বঙ্গ নেতৃত্ব
বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, মুকুলের পরিবর্তে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে অশোক লাহিড়ীই এগিয়ে রয়েছেন। বিজেপির একটা বড় অংশ অশোকবাবুকে চাইছেন ওই গুরুত্বপূর্ণ পদে। মুকুল কেন নন, সেই যুক্তিও খাঁড়া করেছেন তাঁরা। কেন্দ্রীয় বিজেপি মুকুলকে চাইলেও বঙ্গ নেতৃত্বের যুক্তি খণ্ডন করতে পারেনি তারা।
মুকুলের পরিবর্তে পিএসির চেয়ারম্যান পদে অশোক লাহিড়ী!
অশোক লাহিড়ীকে প্রথমে আলিপুরদুয়ারে প্রার্থী করা হয়। সেখানে বিতর্কের মুখে পড়লে তাঁকে সরিয়ে আনা হয় বালুরঘাটে। বালুরঘাটে ২০১৯-এও ভালো ফল করতে পারেনি বিজেপি, কিন্তু এবার এখানে অশোকবাবু কঠিন লড়াই জিতে যান। এবার তার পুরস্কারই তিনি পেতে চলেছেন। মুকুল রায়ের পরিবর্তে তাঁকেই ভাবা হচ্ছে পিএসির চেয়ারম্যান পদে, সূত্রের খবর।
মুকুল রায়কে নিয়ে বঙ্গ বিজেপির যুক্তি
বঙ্গ বিজেপির যুক্তি, শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করার পর মুকুল রায়কে পিএসি কমিটির চেয়ারম্যান করা হলে দলে প্রশ্ন উঠতে পারে। তারপর মুকুল রায় সারদা-নারদে অভিযুক্ত। বাংলার মানুষের কাছেও ভুল বার্তা যাবে। তারপর মুকুল রায়ের তৃণমূল-যোগ নিয়ে জল্পনা চলছে। তাই আদি বিজেপির কোনও নেতাকে এই পদে বসানোই যুক্তিযুক্ত।