কলকাতা: করোনার তাণ্ডবের কাছে যেন একপ্রকার আত্মসমর্পণ করেছে ভারতের অর্থনীতি। করোনার এই ভয়াল গ্রাসে মানুষের সঙ্গে রেহাই পায়নি সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি সংস্থা কোনও কিছুই। প্রতিটা দিন মানুষ নিজেদের চাকরির অনিশ্চিয়তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। ভারতের অসংখ্য মানুষ করোনা মাহামারীর পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে। তবে এই কঠিন সময়েও একাধিক সরকারি থেকে বেসরকারি সংস্থা তাদের শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যেমন সম্প্রতি Cement Corporation of India তাদের বেশকিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার তরফে Engineer ও Officer পদে নিয়োগ করা হবে বেশকিছু কর্মী।

চাকরির বিবরণ (Job Details)

ইতিমধ্যে সিসিআই (CCI) তাদের Engineer ও Officer পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ১ জুন থেকে সংস্থার তরফে খুলে দেওয়া হয়েছে অনলাইন আবেদনের দরজা। এই আবেদনের প্রক্রিয়া শেষ করা হবে আগামী ৩০ জুন। প্রার্থীরা অনলাইনের https://ccijob.eload.cloud/ ঠিকানায় পেয়ে যাবে আবেদনের ফর্মটি। পাশাপাশি https://www.cciltd.in/UserFiles/files/Advt2021(1).pdf লিঙ্কে ক্লিক করলে দেখা মিলবে পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের মূল্যের মতো সমস্ত তথ্যগুলি।

পদ সংখ্যা (VACANCY)

সিসিআই (CCI) তাদের Engineer ও Officer পদের জন্য মোট ৪৬ জন প্রার্থী নিয়োগ করবে বলে জানিয়েছে। সংস্থার তরফে Engineer পদে ২৯ জন এবং Officer পদে ১৭ জন করে প্রার্থী নিয়োগ করা হবে।

বেতন(SALARY)

সিসিআই (CCI) তে নিয়োগ হওয়া সমস্ত যোগ্য প্রার্থীদের উভয় পদের জন্য মাসিক বেতন মিলবে ২৫,০০০ টাকা।

বয়সসীমা(Age Limit)

সংস্থার উভয় শূন্য পদে চাকরির জন্য প্রার্থীদের ৩০.৬.২০২১ অনুযায়ী বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)

Engineer পদে চাকরির জন্য প্রার্থীদের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে ২ বছর ফুল টাইম এমবিএ(মার্কেটিং) (MBAMarketing) অথবা সিএ (CA), আইসিডাব্লুএ (ICWA) অথবা এমবিএ (ফিনান্স) (MBAFinance) বা এমবিএ (এইচআর) (MBA HR) এর ডিগ্রি থাকলে Officer পদে চাকরির জন্য আবেদন করতে পারবে প্রার্থীরা। এছাড়াও এই পদে চাকরির জন্য আবেদন করতে পারে এলএলবি (LLB) এবং ২ বছরের অভিজ্ঞতা আছে এমন প্রার্থীরাও।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.