হোটেল, পর্যটন শিল্পে প্রাণ ফেরাতে উদ্যোগী রিজার্ভ ব্যাঙ্ক, কী ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর

করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পর্যটন এবং হোটেল ও রেস্তরাঁ শিল্পে। তার জন্য শুক্রবার নতুন আর্থিক নীতি প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের গভর্নর সাংবাদিক বৈঠক করে এক প্রকার হোটেল এবং রেস্তরাঁ ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের আস্বস্ত করেছেন। রেপোরেটের হার অপরিবর্তিত রেখে সুরাহা করে দিয়েছেন ব্যঙ্কগুলিকে। হোটেল, পর্যটন শিল্পকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে একাধিক ছাড় দেওয়া হয়েেছ ব্যাঙ্ক গুলি।

আর্থিক নীতি ঘোষণা আরবিআইয়ের

করোনা মহামারী পরিস্থিতিতে রেপোরেট না বাড়িয়ে মোটের উপর ব্যাঙ্কগুলিকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। পুরোনো সুদেই চলবে বলে জানানো হয়েছে।ঋণের পুরনো সুদের হারই বহাল রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপোরেট ৮ শতাংশ রাখা হয়েছে। যার জেরে নতুন করে বাড়ছে না গাড়ি-বাড়ি ঋণের সুদের হার। আগের সুদেই ঋণ শোধ করতে পারবেন সকলে। রিভার্স রেপোরেট ৩.৩৬ শতাংশ রাখা হয়েছে।

পর্যটন শিল্পের জন্য বিশেষ উদ্যোগ

করোনা আবহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন এবং হোটেল শিল্প। তাদের ব্যবসা চাঙ্গা রাখতে ব্যাঙ্কগুলি কম সুদে ঋণ দিতে পারবে বলে জানানো হয়েছে। তার জন্য ১৫,০০০ কোটি টাকার লিকুইডিটি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই লিকুইডিটির সুবিধা পাবে হোটেল, রেস্তরাঁ, পর্যটন শিল্প,ট্যুর অপারেটর এবং পর্যটন শিল্পের সঙ্গে জড়িত শিল্পগুলি।

করোনায় স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ বরাদ্দ

আগেই দেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দ করেছিল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বেশি জরুরি বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তাই দেশেরস্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে অর্থ বরাদ্দ করা হয়েছিল। প্রতিবছরের মত এবছরও জুনমাসে আর্থিক নীতির দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। করোনার সেকেন্ড ওয়েভে একাধিক জায়গায় লকডাউনের কারণে বাণিজ্যে প্রভাব পড়তে শুরু করেছে।

আর্থিক বৃদ্ধি থমকে

পর পর করোনা ওয়েভের ধাক্কায় ভারতের আর্থিক বৃদ্ধি ধাক্কা খেয়েছে। সেকেন্ড ওয়েভে গোটা দেশ জুড়ে লকডাউন না হলেও রাজ্যগুলি দফায় দফায় লকডাউন করেছে। সেই ধারা এখনও চলছে। ফলে ধাক্কা খাচ্ছে বাণিজ্য। একাধিক ক্ষেত্রে উৎপাদন বন্ধ থাকছে। তার প্রভাব পড়ছে অর্থনীতিতে।

More RBI News  

Read more about:
English summary
RBI announce Moneytory policy of Hotels and tourism sectors
Story first published: Friday, June 4, 2021, 19:19 [IST]