জিনস, টি–শার্ট পরতে পারবেন না, রাখা যাবে না দাড়ি–গোঁফ, সিবিআইতে চালু নতুন নিয়ম
সিবিআইয়ের নতুন ডিরেক্টরের পদে যোগ দিয়েই সুবোধ কুমার জয়সওয়াল নয়া নিয়ম চালু করলেন তাঁর দফতরে। তিনি সিবিআই কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে অফিসে অফিসিয়াল পোশাক পরেই আসতে হবে, জিনস ও স্পোর্টস জুতোর মতো হাল্কা মেজাজের পোশাক সিবিআই দফতরে চলবে না।

নয়া এই আদেশানুসারেপুরুষদের ড্রেস কোড শার্ট, প্যান্ট এবং তার সঙ্গে অফিসিয়াল জুতো এবং তাঁদের অফিসে আসতে হলে পরিস্কার করে দাঁড়ি–গোফ কেটে আসতে হবে। অন্যদিকে, সিবিআইয়ের মহিলা কর্মীদের ড্রেস কোড হল শাড়ি, সালোয়ার কামিজ, অফিসে পরার শার্ট ও প্যান্ট। আদেশে বলা হয়েছে, 'জিন্স, টি–শার্ট, স্পোর্টস শু, চপ্পল ও হাল্কা মেজাজের পোশাক পরে অফিসে আসা চলবে না।’ দেশজুড়ে সব সিবিআই দফতরেই এই নিয়ম জারি করা হয়েছে এবং এই নির্দেশ যেন যথাযথভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে সিবিআইয়ের শাখার প্রধানদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই অফিসার জানিয়েছেন এটি একটি ভারসাম্যপূর্ণ আদেশ এবং বলেছে যে প্রতিটি কর্মকর্তা, কর্মচারীদের সর্বদা অফিসিয়াল পোশাক পরা প্রয়োজন। সিবিআই অফিসার বলেন, 'যাইহোক, কয়েক বছর ধরে, লোকেরা হাল্কা মেজাজের পোশাক পরা শুরু করেছিল, জিন্স এবং টি-শার্টের মতো এবং কেউ এটাকে বন্ধ করতে বলেননি। সিবিআই অফিসারদের কমপক্ষে ফর্ম্যাল কলার দেওয়া শার্ট, ট্রাউজার এবং জুতো পরতে হবে।’
সোনার দামে হু হু করে পতন অব্যাহত, কলকাতা, মুম্বই, দিল্লিতে ৪ জুনের দর একনজরে
গত সপ্তাহেই জয়সওয়াল ৩৩তম ডিরেক্টর হিসাবে সিবিআইয়ের পদে যোগ দেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন করেছে সিবিআই দফতরে। আগামী দু'বছরের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান পদে কাজ করবেন জয়সওয়াল। এর আগে তিনি সিআইএসএফের অধিকর্তা পদে ছিলেন। গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ঋষি কুমার শুক্লার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ফাঁকা ছিল সিবিআই ডিরেক্টরের পদ। অ্যাডিশনাল ডিরেক্টর প্রবীন সিনহা মাঝের সময়কালে অন্তর্বর্তী প্রধান হিসেবে সামলাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজ। মহারাষ্ট্র পুলিশের প্রধানের পাশাপাশি মুম্বই জঙ্গি–বিরোধী স্কোয়াডেও কাজ করেছেন সুবোধ কুমার জয়সওয়াল।