দিল্লি
রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম ৯৪.৭৬ টাকা হয়েছে। গত কয়েকদিনে শহরে ক্রমেই হু হু করে বেড়েছে জ্বালানির দাম। ডিজেলের দাম শহরে ৮৫.৬৬ টাকা।
মুম্বই
মায়ানগরী মুম্বইতে এখনো অব্যাহত পেট্রোলের সেঞ্চুরি মূল্য। আজও ৪ জুন সকালে মায়ানগরীতে পেট্রোলের মূল্য ১০০.৯৮ টাকা। ডিজেল এই শহরে বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯২.৯৯ টাকায়।
কলকাতা
জ্বালানির দাম বৃদ্ধিতে আজও নয়া রেকর্ড ছুঁয়ে ফেলল কলকাতার দর। আজ শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ৭৬ পয়সা। এদিকে, ডিজেলের দাম ৮৮.৫১ টাকা লিটার প্রতি। প্রসঙ্গত, পেট্রোলের দাম এদিন ২৬ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে ২৮ পয়সা। প্রসঙ্গত, লকডাউনের মতো কিছু বিধি নিষেধের মধ্যেই এই দাম বৃদ্ধিতে রীতিমতো হতাশ নগরবাসী। দামের বৃদ্ধির এই গতি অব্যাহত থাকলে, আগামী কয়েকদিনে বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে যে আম জনতার পকেটে টান পড়বে, তা বলাই বাহুল্য।
চেন্নাই
১ লিটার পেট্রোলের দাম চেন্নাইতে ৯৬.২৩ টাকা। ১ লিটার ডিজেলের দাম ৯০.৩৮ টাকা চেন্নাইতে। দক্ষিণী শহরে ১ জুন পেট্রোলের দাম ছিল ১ লিটারে ৯৫.৯৯ টাকা। ডিজেলের দাম ৯০.১২। উল্লেখ্য়, ডিজেলের দামে মুম্বইয়ের পরই চেন্নাইয়ের দাম রয়েছে।