লন্ডনঃ ভারতীয় ক্রিকেট দলে প্রতিভার কোনও অভাব নেই। বিরাট থেকে রোহিত, ঋষভ থেকে বুমরাহ যেদিকে তাকাবেন প্রতিভাশালী ক্রিকেটারদের দেখতে পাবেন। সম্প্রতি ইংল্যান্ডের উঠতি ক্রিকেটারদের এমনই একজন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারের পদচিহ্ন অনুসরণ করার পরামর্শ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন(Kevin Pietersen)। তবে সেই ক্রিকেটার কিন্তু বিরাট, রোহিত কিংবা বুমরাহ নন; তিনি হলেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)।
পিটারসেন মনে করেন, ইংল্যান্ডের জার্সি গায়ে গত কয়েক বছরে কোনও বিশ্বমানের স্পিনারকে বল করতে দেখা যায়নি। বিশেষত বাঁ-হাতি স্পিনার। তাই ইংল্যান্ড দলের জাড্ডুর মতো একজন যথার্থ প্রতিভাবান অল-রাউন্ডার প্রয়োজন। পিটারসেন নিজের ব্লগে লিখেছেন, ‘এটা আমায় খুব বিরক্ত করে, এখনও ইংল্যান্ডের কাছে একজন আন্তর্জাতিক মানের বাঁ-হাতি স্পিন বোলার নেই যে ভালো ব্যাট করতে পারে। রবীন্দ্র জাদেজার দিকে তাকিয়ে দেখুন ও ভারতের জন্য টেস্ট, একদিনের ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে কী করে দেখাচ্ছে’।
ভারতের হয়ে ২৫০-এরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জাদেজার(Ravindra Jadeja) প্রশংসা করে পিটারসেন(Kevin Pietersen) এরপর ইংল্যান্ডের উঠতি ক্রিকেটারদের তাঁকে অনুসরণ করতে বলেন। তিনি বলেন, ‘এটা(স্পিন-বোলিং অল-রাউন্ডার) এমন একটা পজিশন যাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের(ECB) গুরুত্ব দেওয়া উচিত। তিন ধরণের ক্রিকেটেই এমন একজন ক্রিকেটারের মূল্য অনেক বেশি’। পিটারসেনের সংযোজন, ‘যদি তুমি একজন শিশু হও, একজন উঠতি ক্রিকেটার হও কিংবা কাউন্টি ক্রিকেটার হও তবে জাদেজাকে অনুসরণ করো। ও যা করে সবকিছু অনুসরণ করো। কারণ ও একজন সুপারস্টার। ওঁকে অনুসরণ করলে তুমিও ইংল্যান্ডের টেস্ট ম্যাচ ক্রিকেটার হিসেবে একটা লম্বা কেরিয়ার পাবে’।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ড যখন এদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছিল তখন তাঁরা জ্যাক লিচ(Jack Leach) এবং ডম বেসকে(Dom Bess) অভিজ্ঞ স্পিনার হিসেবে নিয়ে এসেছিল। কিন্তু তাঁদের মধ্যে কেউই নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। লিচ এবং বেসের ব্যাপারে পিটারসেন বলেন, ‘লিচ এবং বেস কেউই টেস্ট ম্যাচ স্পিনার নয়। আমি লিচের ব্যাপারে দু’বছর আগেই বলেছিলাম। আর এটা খুবই হতাশাজনক যে আমি ঠিক ছিলাম। ও খুব উচ্চ মানের স্পিনার নয়, ও কোনও টিমকে আউট করে দেখাতে পারেনি, যেভাবে মন্টি পানেসর(Monty Panesar) কিংবা গ্রেম সোয়ান(Graeme Swann) করতেন’।
এই মুহূর্তে ইংল্যান্ড লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে। এই ম্যাচেও কিন্তু ইংল্যান্ডের প্রথম একাদশে একজনও বিশেষজ্ঞ স্পিনারকে খেলানো হয়নি। পার্ট-টাইম স্পিনার হিসেবে অধিনায়ক জো রুট(Joe Root) নিজে ১২ ওভার বল করেছেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.