প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী এবং তার আশেপাশের অঞ্চলে করোনভাইরাসের কমপক্ষে সাতটি রূপের সন্ধান মিলেছে। এই সাত রকমের করোনা ভাইরাসের স্ট্রেনের মধ্যে রয়েছে বি.১.৬১৭ এবং বি.৩.৩৫১ (বিটা)। বেনারাস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি সেন্টার বা সিসিএমবি পরিচালিত এক গবেষণায় তা দেখা গিয়েছে।
বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল সিসিএমবি এই সমীক্ষায় ১৩০টি নমুনা পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ওই সমীক্ষক দলটি নমুনাগুলিকে পরীক্ষা করে জানতে পেরেছিল যে, এই অঞ্চলে কমপক্ষে সাতটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে ওই অঞ্চলে। বিএইচইউয়ের বহুমুখী গবেষণা ইউনিট বারাণসী এবং শহরের আশেপাশের অঞ্চলগুলি থেকে বেশিরভাগ এপ্রিল মাসে নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল।
কনসার্নের ভেরিয়েন্টসের মধ্যে আমাদের গবেষণায় দেখা গেছে যে, সর্বাধিক প্রধানতম রূপটি ছিল বি.১.৬১৭। এই রূপটি ভারতের দ্বিতীয় কোভিড-১৯ তরঙ্গের অন্যতম প্রধান চালক হিসাবেও ছিল বলে জানা গেছে।" বিভাগীয় গবেষণা ইউনিটের প্রধান অধ্যাপক রোয়ানা সিং জানান, মোট নমুনার ৩৬ শতাংশের মধ্যে এগুলি পাওয়া গেছে। সিসিএমবির উপদেষ্টা রাকেশ মিশ্র বলেন, প্রথমবার দক্ষিণ আফ্রিকাতে শনাক্ত করা হয় বি.৩.৩৫১-এর মতো করোনা ভাইরাসের স্ট্রেন।
এই গবেষণাটি আবারও নিশ্চিত করে যে ডেল্টা রূপটি এই মুহূর্তে দেশের সবথেকে বেশি প্রসারিত করোনা ভাইরাস রূপ। তবে একই সঙ্গে একথা বলা য়ায়, দেশের করোনা ভাইরাসের সংক্রমণে অন্যান্য উদীয়মান রূপগুলির দিকেও আমাদের নজর রাখা জরুরি।