২০২৪-এর লোকসভা ভোটের লক্ষ্যে নতুন সমীকরণ তৈরির প্রক্রিয়া
একুশের ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল জয় হাসিল করেছে। তৃণমূলের বিজেপি-বধে কংগ্রেস ও সিপিএম রাজ্য বিধানসভায় শূন্যে নেমে গিয়েছে। স্বাধীনতার পর থেকে এই প্রথম বিধানসভা থাকবে কংগ্রেস ও বামশূন্য। এই পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা ভোটের লক্ষ্যে নতুন সমীকরণ তৈরির প্রক্রিয়া তিনি শুরু করে দিলেন।
লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়াইয়ের বার্তা!
মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে এবার উপনির্বাচনে লড়তে চলেছেন। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে অধীর চৌধুরী এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার প্রস্তাব দিয়েছেন। রাজনৈতিক মহবের ধারণা, তাঁর এই প্রস্তাবেই লুকিয়ে রয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়াইয়ের বার্তা।
গতবারের প্রধান বিরোধী দল কংগ্রেস নিঃশেষ এবার বিধানসভায়
অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে বাম-কংগ্রেসের সঙ্গে জোট গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন ২০২১-এর নির্বাচনে। কিন্তু আব্বাস সিদ্দিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে গিয়ে জোট অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়। বহু জায়গায় জোটের কোনও প্রভাব ছিল না। তারই ফলস্বরূপ এবার নির্বাচনে জের ধাক্কা খায় কংগ্রেস। গতবারের প্রধান বিরোধী দল নিঃশেষ হয়ে যায় বিধানসভায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রার্থী দিতে চায় না কংগ্রেস
এদিকে ভবানীপুর নিয়ে অধীর চৌধুরীর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই বার্তা লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে পথ চলার পথ প্রশস্ত করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রার্থী দিতে চায় না কংগ্রেস, প্রদেশ সভাপতি অধীর চৌধুরী এই প্রস্তাব দিয়েছেন সম্প্রতি।
তৃণমূলকে নিয়ে জোট-সমীকরণ তৈরি করতে কতটা আগ্রহী কংগ্রেস
কংগ্রেস হাইকমান্ডকে প্রস্তাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই প্রস্তাব নিয়ে কংগ্রেসের হাইকমান্ড এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তাঁরা কোন সিদ্ধান্ত নেন, তা জানানোর পর অনেকটা স্পষ্ট হবে তৃণমূলকে নিয়ে তারা জোট-সমীকরণ তৈরি করতে কতটা আগ্রহী। যাই হোক অধীরের এই প্রস্তাবে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
রায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবার কাছাকাছি হতেই বিস্ফোরক অর্জুন! কেঁপে উঠল মুকুল-শুভ্রাংশু গড়