চার্লসটন: করোনার টিকা (Vaccine) নিলেই মিলতে পারে উপহার। এমন উদ্যোগ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তেই নেওয়া হচ্ছে। কোথাও টিকা (Vaccine) নিলে দেওয়া হয় ৫০০ টাকা। কোথাও বা দেওয়া হয় বিয়ার। থাইল্যান্ডে (Thailand) তো আবার করোনা টিকা নিলেই পুরস্কার হিসাবে গরু দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়।
কিন্তু মানুষকে টিকা (Vaccine) দিতে উৎসাহী করে তুলতে এবারে অভিনব এবং সাহসী পন্থা বেছে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া (West Virginia) সরকার। সরকারের সিদ্ধান্ত, এবার সেখানকার মানুষ টিকা (Vaccine) নিলেই মিলতে পারে বন্দুক! হ্যাঁ, বন্দুক!
কি অবাক হচ্ছেন তো? ভাবছেন যে, এ আবার কেমন উপহার। তাহলে তো বিস্তারিত জেনে নিতেই হয়।
ওয়েস্ট ভার্জিনিয়ার (West Virginia) সরকার টিকার সাথে সাথে এক লটারির বন্দোবস্ত করেছে। যে খেলায় জিতলে মিলতে পারে পিকআপ ট্রাক, শিকারের জন্য বন্দুক এবং শটগান।
কারা এই লটারিতে অংশগ্রহণ করতে পারবে? জানানো হয়েছে, নাগরিকরা এক ডোজ টিকা নিলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবে। ২০ জন থেকে ৪ অগাস্ট পর্যন্ত এই খেলা চলবে। যারা এই সময়ের মধ্যে টিকা নেবেন, তাদের মধ্যেই কেউ হয়ত জিতে নেবেন পিকআপ ট্রাক, বন্দুক কিম্বা মোটা অঙ্কের টাকা।
হ্যাঁ, ট্রাক, রাইফেল, শটগানের পাশাপাশি ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের ($1.5 million) আর্থিক পুরস্কারেরও (Grand Prize) ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে ৫০০,০০০ মার্কিন ($500,000) ডলার।
১৬ থেকে ৩৫বছর বয়সীদের জন্যও রয়েছে বিশেষ উপহার। তারা প্রত্যেকেই ওয়েস্ট ভার্জিনিয়া (West Virginia) সরকারের পক্ষ থেকে পাবে ১০০ ডলারের ($100) সেভিংস বন্ড (Savings Bond) অথবা গিফট কার্ড (Gift Card)। তবে তার আগে তাদের টিকার (Vaccine) দুটো ডোজই নিতে হবে।
এর আগেও টিকা (Vaccine) নেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) বিভিন্ন জায়গায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। সেক্ষেত্রে কেউ পুরস্কার হিসাবে দিয়েছে মিলিয়ন ডলারের লটারি, কেউবা দিয়েছে শিক্ষাবৃত্তি। কোনো সরকার তো আবার বিয়ারও বিতরণ করেছে। তবে এসব পুরস্কাররের উদ্দেশ্য কেবল একটাই, যেভাবেই হোক মানুষের জীবন বাঁচাতে হবে। আর লড়াই করে নির্মূল করতে হবে করোনা মহামারিকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.