নোভাক জকোভিচ, রজার ফেডেরার পর এবার রাফায়েল নাদালও পৌঁছে গেলেন ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে। তবে নিজের জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে মুখোমুখি হতে হলো বিরল অভিজ্ঞতার।
ফরাসি ওপেন সবচেয়ে বেশিবার জিতেছেন ক্লে কোর্টের রাজা রাফা। জন্মদিনেও তিনি জিতলেন। তবে রোলাঁ গারোয় তাঁর ১০২তম জয় দেখতে পারলেন না কোনও দর্শক। দর্শকশূন্য স্টেডিয়ামে প্যারিসে স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ জয় পেলেন রাফা। করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে তার অনেক আগে, রাত নটার মধ্যেই খালি করে দেওয়া হয় গ্যালারি। ফ্রান্সেরই রিশার গাস্কেকে পরাস্ত করে তৃতীয় রাউন্ডে উঠলেন নাদাল। জিতলেন ৬-০, ৭-৫, ৬-২ সেটে। ২০০৪ সাল থেকে এই নিয়ে ১৭ বার গাস্কের বিরুদ্ধে খেললেন নাদাল, প্রতিবারই জিতেছেন তিনিই। ২০০৮ সাল থেকে নাদালের বিরুদ্ধে ১২টি পরাজয়ের মুখোমুখি তো হয়েছেনই গাস্কে, জিততে পারেননি একটি সেটও। গরমে আর্দ্রতাজনিত অস্বস্তির বাধা পেরিয়ে জয়ের পর নাদাল বলেন, যেভাবে খেলেছি তাতে খুশি। বিশেষ করে প্রথম সেটটিতে। আর ম্যাচের ফলে প্রতিফলিত না হলেও গাস্কেও ভালোই খেলেছেন। ওপেন এরায় কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ১৭-০ ব্যবধানে জিতে নাদাল এদিন স্পর্শ করলেন বিয়ন বর্গ, নোভাক জকোভিচ, রজার ফেডেরার ও ইভান লেন্ডলের রেকর্ড। ফেডেরারকে পিছনে ফেলে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে এগোতে তৃতীয় বাছাই নাদালের পরের প্রতিপক্ষ অবাছাই ক্যামেরন নরি।
মারিন চিলিচকে হারানোর পর রজার ফেডেরার বলেন, আমি ভাবিনি এমন পর্যায়ে আড়াই ঘণ্টার বেশি খেলা চালিয়ে যেতে পারব। সেটা করতে পারায় আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বেড়েছে। এখনও আমার মধ্যে যে অনেক কিছুই অবশিষ্ট রয়েছে সেটা উপলব্ধি করলাম। চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো প্রসঙ্গে ফেডেরার বলেন, সময় নষ্ট করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। নিয়মও আমি জানি। আমি টাওয়েল নিতে অন্য প্রান্তে গিয়েছিলাম।
১৯৬৮ সালে প্রফেশনাল এরা শুরুর পর গ্র্যান্ড স্ল্যামে মহিলাদের সিঙ্গলসে এই নিয়ে তৃতীয়বার তৃতীয় রাউন্ডের আগেই বিদায় নিলেন দুই শীর্ষবাছাই। মানসিক স্বাস্থ্যের কারণে সাংবাদিক সম্মেলন না করার সিদ্ধান্তে অনড় থাকা ও তার জেরে বিতর্কের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ান নাওমি ওসাকা। গতকাল চোটের কারণে সরে দাঁড়িয়েছেন অ্যাশ বার্টি। এর আগে ২০১৪ সালের ফরাসি ওপেনে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই লি না এবং ২০১৮ সালের ইউএস ওপেনে শীর্ষবাছাই সিমোনা হালেপ ও দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি বিদায় নিয়েছিলেন তৃতীয় রাউন্ডের আগেই। এবার ফরাসি ওপেনে ঘটল সেই ঘটনা। ২০১৯-এর চ্যাম্পিয়ন তথা শীর্ষবাছাই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোয় সুবর্ণ সুযোগ গতবারের চ্যাম্পিয়ন ইগা সোয়াতেকের সামনে। রেবেকা পিটারসনকে ৬-১, ৬-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি।