প্রথম ছবিই ভাইরাল
ভারতীয় দল যে হোটেলে রয়েছে তার ঢিল ছোড়া দূরত্বেই রোজ বোল স্টেডিয়াম। এখানেই ১৮ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত। এখানেই ভারতীয় দলের অনুশীলন চলবে এবং একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। হোটেলের ব্যালকনিতে দাঁড়ালেই দেখা যাচ্ছে মাঠ। যে ছবি ঋদ্ধিমান সাহা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা রীতিমতো ভাইরাল।
ছবি- ইনস্টাগ্রাম
ওয়ার্নারের প্রশ্ন
ঋদ্ধিমান সাহা সেলফি ও স্টেডিয়ামের ছবি পোস্ট করে লিখেছেন, এটাই আমার হোটেল রুমের ব্যালকনি থেকে দাঁড়িয়ে তোলা দৃশ্যের ছবি। এ বিষয়ে কেউ কিছু বলবেন কিনা তাও জানতে চান। আইপিএলে ঋদ্ধিমান সাহার সানরাইজার্স দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানতে চেয়েছেন ঋদ্ধি ৩১৮ নম্বর রুমে উঠেছেন কিনা। ঋদ্ধির স্ত্রী দেবারতি লিখেছেন, ব্যালকনি থেকে এই দৃশ্য সত্যিই মিস করছি।
পরিবার নিয়ে যাননি ঋদ্ধি
ভারতীয় দলের সঙ্গে পরিবারের সদস্যদের থাকার অনুমতি দেওয়া হলেও ঋদ্ধি স্ত্রী ও সন্তানদের নিয়ে যেতে পারেননি। ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাতকারে তিনি আগেই বলেছিলেন, যেহেতু তাঁর ছেলে খুব ছোট, তাকে নিয়ে নিভৃতবাসে এতদিন কাটানো খুব কঠিন। তাই এই সিদ্ধান্ত।
ঋদ্ধিমান প্রত্যয়ী
আইপিএল চলাকালীন করোনা আক্রান্ত হন ঋদ্ধি। সুস্থ হয়ে তিনি কলকাতায় ফেরেন বোর্ডের অনুমতি নিয়ে। কয়েকদিন স্ত্রী ও সন্তানদের সঙ্গে থেকে, মেয়ের জন্মদিন সেলিব্রেট করে ২৪ মে মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। দলে বর্তমানে ঋষভ পন্থ প্রথম পছন্দ হলেও ঋদ্ধি নিজেকে তৈরি রাখছেন। ভারত যে প্রস্তুতি ম্যাচ খেলবে তাতেও চেনা ছন্দে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ ঋদ্ধিমান।