২০২২-এর হাইভোল্টেজ নির্বাচন পাখির চোখ! বাংলার ভোট পরবর্তী পরিস্থিতি সামনে রেখে জোর আলোচনায় ভাগবতরা

২০২১ বাংলা বিধানসভার ভোট মিটতেই আরএসএস এবার বৈঠকে বসতে চলেছে। মূলত কোভিড পরিস্থিতি নিয়ে গেরুরা শিবিরের এই বৈঠক হলেও, মোহন ভাগবত থেকে দত্তাত্রেয় হোসাবালে সহ একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্ব এই বৈঠকে অংশ নিতে চলেছেন। এই বৈঠকে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী পরিস্থিতি আলাদা করে আলোচনায় উঠে আসতে চলেছে বলে খবর।

পাখির চোখ ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচন

গত সপ্তাহেই দত্তাত্রেয় হোসাবালে উত্তরপ্রদেশে আরএসএস-র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারপর তিনি এদিন বাকি গেরুয়া শিবিরের হেভিওয়েটদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। ফলে ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনকে পাখির চোখ করেই যে আরএসএস আজকের বৈঠকে বসছে তা বলাই বাহুল্য।

উত্তরপ্রদেশ ও গেরুয়া বিড়ম্বনা!

মূলত উত্তরপ্রদেশের কোভিড পরিস্থিতি নিয়ে বহু মহল থেকে সমালোচনার শিকার হয়েছে যোগী সরকার। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর তরফেও এই মর্মে যোগীর কাছে কোভিড পরিস্থিতি নিয়ে আসে চিঠি। যোগী প্রশাসন নিয়ে সরব হন উত্তরপ্রদেশের বহু বিজেপি বিধায়ক থেকে নেতারা। সেই অবস্থায় ২০২২ ভোটকে নজরে রেখে ও পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে বিজেপি নিজের ঘুঁটি সাজাচ্ছে। এদিকে, পরিস্থিতির দিকে ফোকাস বাড়িয়েছে আরএসএসও।

নজরে বাংলা

বাংলার ভোটে বিজেপি আশাতীত ফল না পেলেও, একচুল জমিও তারা ছাড়বে আনা আসন্ন নির্বাচনে। সেকথা আগেই পুরভোটকে নজরে রেখে দিলীপ ঘোষ জানিয়েছেন। এদিকে, এদিকে, বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন আলাদা করে আরএসএস আলোচনা করতে চলেছে বলে খবর। ফলে সেই জায়গা থেকেও আজকের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।

নজরে সংঘ সদস্যদের কাজ

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে সংঘের সদস্যরা কেমন কাজ কর্ম করছেন, বা ত্রাণের কাজে কতটা সাহায্য করছেন, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে। এছাড়াও করোনার তৃতীয় স্রোতের আগে আরএসএস ক্রমাগত নিজের প্রস্তুতি তুঙ্গে রাখতে চাইছে । সেই নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে।

More RSS News  

Read more about:
English summary
RSS to discuss West Bengal post poll situation going to have talk on Covid issue
Story first published: Thursday, June 3, 2021, 11:27 [IST]