নয়াদিল্লি: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State bank of india) বারবার তার গ্রাহকদের জন্যে নানা পরিষেবা নিয়ে হাজির হয়। পরিষেবা ছাড়াও নানা ব্যাঙ্কিং প্রতারণা নিয়ে গ্রাহককে সতর্ক করতেও ভুলে যায় না। সম্প্রতি বৃহত্তম এই ব্যাঙ্কটি আবার তার ৪৪ কোটি গ্রাহককে সাবধান করেছে। হুঁশিয়ারি দিয়ে বলেছে নির্দিষ্ট তারিখের মধ্যে আধার কার্ড (Aadhar) ও প্যান কার্ডের (Pan Card) লিঙ্ক না করালে বন্ধ হয়ে যাবে আর্থিক লেনদেন। গ্রাহকদের তাই নির্দিষ্ট সময়ের আগে আধার ও প্যান কার্ডের লিঙ্ক করানোর পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক (SBI) একটি টুইট বার্তায় তার গ্রাহকদের জানিয়েছে যে, আধার এবং প্যান সংযোগ করা বাধ্যতামূলক। যদি প্যান এবং আধার লিঙ্ক না করা হয় তবে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে এবং গ্রাহকরা লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়বেন। প্যানকে আধার সাথে যুক্ত করার শেষ তারিখ ৩০ জুন। SBI লিখেছে, ‘আমরা আমাদের গ্রাহকদের পরামর্শ দিচ্ছি তাদের প্যান ও আধার লিঙ্ক করানোর জন্য। যাতে ব্যাঙ্কিং পরিষেবাতে কোনও বাধা না আসে।’
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে আয়কর (Income Tax) জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক হয়েছে আধার এবং প্যান কার্ড লিঙ্ক। ২০২১ অর্থবিল অনুযায়ী ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আধার নম্বর যোগ করতে হবে প্যান কার্ডের সঙ্গে। তা না হলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে বলা হয়েছিল। কিন্তু পরে সেই সময় বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়।
আধার ও প্যান কার্ড সংযোগের জন্যে প্রথমে আয়কর জমা দেওয়ার ঠিকানা incometaxindiaefiling.gov.in যেতে হবে। এই ঠিকানায় গিয়ে পোর্টালের বাঁ দিকে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। এবার প্যান এবং আধার নম্বর দিতে হবে। ক্যাপচা লিখে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। ভেরিফেকশন হয়ে গেলে প্যান আধারের লিঙ্ক স্ট্যাটাস দেখা যাবে। এসএমএস-এ প্যান এবং আধার লিঙ্ক করতে চাইলে UIDPAN লিখে ১২ ডিজিটের আধার নম্বর এবং ১০ ডিজিটের প্যান নম্বর লিখতে হবে। এরপর তা পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.