প্যারিস: এবার ফরাসি ওপেনে (French Open) করোনা (COVID-19) সংক্রমণ। পুরুষ বিভাগে এক ডাবলস জুটি মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় বুধবার তাঁদের টুর্নামেন্ট থেকে সরাতে বাধ্য হল আয়োজকরা। ফরাসি ওপেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে সেকথা জানালেও ওই ডাবলস জুটির নাম প্রকাশ থেকে বিরত থেকেছে তারা।
ফরাসি ওপেন এক বিবৃতিতে লিখেছে,’রোলাঁ গারো (Roland Garros) টুর্নামেন্টের আয়োজকরা পুরুষ ডাবলসের দুই প্লেয়ারের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করছে। একই দলের দুই প্লেয়ার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। টুর্নামেন্টের স্বাস্থ্য এবং নিরাপত্তাবিধির কথা মাথায় রেখে ওই জুটিকে ড্র থেকে সরিয়ে ফেলা হয়েছে। দু’জনকে আপাতত কোয়ারেন্টাইনে (Quarantine) রাখা হয়েছে।’
বিকল্প যে তালিকা প্রস্তুত রাখা হয়েছিল সেই তালিকার প্রথম জুটিকে আক্রান্ত জুটির পরিবর্ত হিসেবে ড্র-য়ে অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছে আয়োজকরা। গত ২৪ মে যোগ্যতা-অর্জন পর্বের শুরু থেকে বুধবার পর্যন্ত প্রতিযোগী এবং তাঁদের টিম সদস্য মিলিয়ে ২,৪৪৬টি কোভিড পরীক্ষা করা হয়েছে ফরাসি ওপেনে। কিন্তু বুধবারই প্রথম পজিটিভ রিপোর্ট পেয়ে দুই প্লেয়ারকে সরিয়ে দিতে বাধ্য হল আয়োজকরা।
এদিকে বৃহস্পতিবার ৩৫ তম জন্মদিনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের (Richard Gasquet) বিরুদ্ধে প্রথম নৈশালোকে ম্যাচ খেলবেন ফরাসি ওপেনের রাজা। তবে প্যারিস জুড়ে কোভিড উদ্বেগে ফের কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ফলে জন্মদিনে ফাঁকা গ্যালারির সামনেই দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে হবে স্প্যানিশ মায়েস্ত্রোকে। যদিও এর আগে ১৬ বারের সাক্ষাতে প্রত্যেকবারই ফরাসি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া নাদালের পক্ষে দ্বিতীয় রাউন্ডের হার্ডল খুব একটা কঠিন হবে বলে মনে হয় না।
এর আগে ২০১৮ ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে শেষবার গ্যাসকুয়েটকে হারিয়েছিলেন রাফা। এদিকে দ্বিতীয় রাউন্ডে আজ কঠিন পরীক্ষার সামনে রজার ফেডেরার (Roger Federer)। ২০১৪ যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ক্রোয়েশিয়ার মারিন চিলিচের (Marin Cilic) মুখোমুখি ফেডেরার। যদিও ফরাসি ওপেনে কোয়ার্টয়ারের গন্ডি কখনও পেরোননি চিলিচ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.