লকডাউনের ফাঁস কাটিয়ে সপরিবারে দুবাইয়ে বিসিসিআই সভাপতি সৌরভ, রাতে ডিনার

দীর্ঘ কোয়ারেন্টাইন পর্ব শেষ করে টিম ইন্ডিয়ার ইংল্যান্ডে উড়ে যাওয়ার দিনই আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখতে লকডাউনের ফাঁস কাটিয়ে দুবাই রওনা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারই ভারত ছেড়েছেন বিসিসিআই সভাপতি। আইপিএল ২০২১-এর অবশিষ্ট ম্যাচগুলির ব্যবস্থাপনা নিয়ে সেখানে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মহারাজের। সবমিলিয়ে সপ্তাহ কাটিয়েই দেশে ফিরবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

সৌরভের ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল

বুধবার ইনস্টাগ্রামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্ট ভাইরাল হয়। যেখানে বিসিসিআই সভাপতি নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'দুবাই আমাকে মুক্তি দিয়েছে... লকডাউন থেকে'। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সৌরভের ওই পোস্ট। কারও বুঝতে অসুবিধা হয়নি আইপিএলের ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই দুবাই উড়ে গিয়েছেন মহারাজ।

দুবাইতেই আইপিএল ২০২১

করোনা ভাইরাসে জেরে ভারতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলি যে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে, তা আগেই জানিয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট শুরুর দিন এবং সূচি চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়নি। তবে ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর আমিরশাহীতে ওই আইপিএল শুরু হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। টুর্নামেন্টের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সোমবারই চার্টার্ড বিমানে দুবাই উড়ে গিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল, যুগ্ম সচিব জয়েশ জর্জ, সিইও হেমঙ্গ আমিন।

ছবি সৌজন্যে : বিসিসিআই

দুবাইয়ে সৌরভের কর্মসূচি

দুবাইয়ে আইপিএলের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠের পরিস্থিতি ও সম্ভাব্য জৈব সুরক্ষা বলয় খতিয়ে দেখার পাশাপাশি আমিরশাহী প্রশাসন ও ক্রিকেট বোর্ডের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেশ কয়েকটি বৈঠক সারবেন বিসিসিআই সভাপতি। রবিবার দেশে ফেরার কথা সৌরভের। করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা আরোপ থাকায় বিসিসিআই কর্তাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন আমিরশাহী ক্রিকেট বোর্ড। বুধবার দুবাই পৌঁছে স্ত্রী ও কন্যার সঙ্গে অবেকটা সময় কাটান সৌরভ। দুবাইয়ের হোটেলে কন্যা সানার সঙ্গে ডিনারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মহারাজ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়।

২০২০ সালের সফলতা

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের আইপিএলে সফলভাবে আয়োজন করে দেখিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতেই আবারও ওই দেশেই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাচ্ছে বিসিসিআই। স্থগিত হয়ে যাওয়া আইপিএলের অবশিষ্ট ৩১টি ম্যাচ আমিরশাহীতে হবে। মাঠে দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হতে পারে বলে খবর।

ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
BCCI president Sourav Ganguly free from lockdown and off to Dubai with family