নয়াদিল্লি: Vivo X70 সিরিজ সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে ভারতের বাজারে । এমনই একটি তথ্য সম্প্রতি সামনে উঠে এসেছে। আশাকরা হচ্ছে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) অংশীদারিত্বের সঙ্গে আসন্ন সিরিজটি লঞ্চ করা হবে।

এর আগে ডিসেম্বরে সংস্থা ভারতে প্রকাশ করেছিল তাদের Vivo X60 সিরিজের দুটি স্মার্টফোন। সংস্থার তরফে প্রকাশ করা হয়েছিল Vivo X60 এবংVivo X60 Pro। সংস্থার এই সিরিজের উভয় ফোনে রয়েছে Qualcomm Snapdragon 870 SoC এর ব্যবস্থা। তবে সংস্থার তরফে এখনও তাদের আসন্ন X সিরিজের স্মার্টফোনগুলির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সম্প্রতি গিজমোচিনার (Gizmochina) প্রতিবেদনে টিপস্টার যোগেশ আসন্ন Vivo X70 সিরিজের লঞ্চের বিষয়টি উল্লেখ করেছে। এই টিপস্টারের দাবি, সংস্থা আইপিএল এর সঙ্গে অংশীদারিত্ব করে ভারতের বাজারে সিরিজটি লঞ্চ করতে পারে। চলতি বছরে করোনার অতি সংক্রমণে মাঝ পথে বন্ধ করা হয়েছে আইপিএল। তবে সম্প্রতি বিসিসিআই এর বোর্ড মিটিং-এ বাকি আইপিএল এর খেলা ইউএই তে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর সেই কারণে আশাকরা হচ্ছে আইপিএল-এর স্পনসর হিসেবে সংস্থা সেপ্টেম্বরে লঞ্চ করতে পারে আসন্ন Vivo X70 সিরিজ।

গতমাসে আসন্ন Vivo X70 সিরিজের বেশকিছু বৈশিষ্ট্য অনলাইনে প্রকাশ করা হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সংস্থার এই সিরিজে থাকতে পারে একটি Qualcomm Snapdragon 888 SoC ব্যবস্থা। এছাড়া আশাকরা হচ্ছে সিরিজে 4,500mAh ব্যাটারি পরিষেবার সঙ্গে 66W দ্রুত চার্জিং এবং একটি প্রাইমারি সেন্সারের জন্য 1/1.28 ইঞ্চি সেন্সারের পরিষেবাও পাওয়া যেতে পারে। সংস্থার নতুন সিরিজে SoC ছাড়া বাকি সমস্ত বৈশিষ্ট্য Vivo X60 Pro+ থেকে আপগ্রেড রাখা হবে বলেও অনেকেই মনে করছে।

এর আগে গিগবেঞ্চ (Geekbench) একটি তালিকা প্রকাশ করেছিল। তালিকায় জানানো হয়েছিল, Vivo সংস্থার V2123A মডেল নম্বরের স্মার্টফোনটি সিঙ্গেল স্কোর টেস্টে ৩,৪৬৭ পয়েন্ট এবং মাল্টি স্কোর টেস্টে ৮,৮৫২ পয়েন্ট অর্জণ করেছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছিল, আসন্ন মডেল নম্বরের স্মার্টফোনে থাকতে পারে একটি ARM MT6877 চিপসেট, যা MediaTek Dimensity 900 চিপসেটের কোডনেম। অন্যদিকে আবার সংস্থার আসন্ন Vivo V2123A মডেল নম্বরটি হতে পারে Vivo X70 স্মার্টফোনের বলে জানিয়েছিল গিজমোচিনা স্টেট (Gizmochina states) ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.