সাবালককের ব্যর্থতা দেখে নাবালককে আসতে হল, নাম না করে কাঁথি থেকে শুভেন্দুকে নিশানা অভিষেকের

সাবালকের ব্যর্থতা দেখে নাবালককে আসতে হয়েছে। শুভেন্দুর নাম না করে নিশানা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি অভিযোগ করেছেন, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের দায়িত্বে ছিলেন কারা। তাঁরা কেবল নিজের স্বার্থ দেখেছেন। মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। যাঁরা অন্যায় করেেছ তাঁদের কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কাঁথি পরিদর্শনে অভিষেক

গতকাল পাথরপ্রতিমা, সন্দেশখালি পরিদর্শনের পর আজ ইয়াস ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা পরিদর্শন করেন তিনি। অধিকারীদের গড় কাঁথিতে ত্রাণ শিবির পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের কর্মসূচি দুয়ারে ত্রাণ। সেখানে গিয়ে নিজের ক্ষয়ক্ষতির হিসেব দিন ত্রাণ শিবিরের বাসিন্দাদের জানিয়েছেন অভিষেক। রাজ্য সরকার তাঁদের সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

অভিষেককে নিশানা শুভেন্দু

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন নাবালক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও মন্তব্যের জবাব দেব না। রাজভবনের সামনে থেকে সাংবাদিকদের এমনই বলেছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাল্টা নিশানা অভিষেকের

কাঁথিতে নিশানা রিলিফ ক্যাম্প পরিদর্শন করে অধিকারী পরিবারকে নাম না করে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। িতনি অভিযোগ করেছেন, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে কারা ছিলেন সেটা সকলেই জানে। রাস্তা, গার্ড ওয়াল তাদেরই তৈরি। কেবল নিজেদের স্বার্থ দেখা হয়েছে। মানুষের স্বার্থকে দেখা হয়নি। সরাসরি অধিকারী পরিবারকে নিশানা করেছেন অভিষেক। পাল্টা নিশানা করেছেন শিশির অধিকারী। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন যাঁরা অভিযোগ করছেন দায়িত্বে তাঁরাও ছিলেন।

শুভেন্দুকে নিশানা

শুভেন্দু অধিকারীকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেথেন সাবালককে বলুন সাবালকত্বের প্রমাণ দিতে। সাবালক ব্যর্থ হয়েছেন বলেই নাবালককে আসতে হয়েছে। সাবালককে টাকা দিতে বলা হয়েছে, নাবালককে টাকা নিতে দেখা যায়নি। মানুষের গ্রাস কেড়ে নিয়েছে বলেই নাবালককে আসতে হয়েছে। সেচমন্ত্রী কে ছিলেন সবাই জানেন। তদন্ত হবে। দোষীদের কাউকে রেয়াত করা হবে না।

অভিষেকের পাশেই বাঁধ তৈরির দায়িত্বপ্রাপ্তরা! তদন্ত চেয়ে বিস্ফোরক শিশির অধিকারীঅভিষেকের পাশেই বাঁধ তৈরির দায়িত্বপ্রাপ্তরা! তদন্ত চেয়ে বিস্ফোরক শিশির অধিকারী

More ABHISHEK BANERJEE News  

Read more about:
English summary
Abhishek Banerjee Target Suvendu Adhikari after visisting Kantai Relif Camp