
মানুষের পাশে মমতা সরকার
বাংলার মানুষ তৃতীয়বার তাঁকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন। তাই এবার একটু বেশি তৎপর মমতা সরকার। ইয়াসের তাণ্ডবের পর এক মুহূর্ত সময় নষ্ট করেননি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছিলেন তিনি। মানুষের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ নিয়েও কোনও রকমআর দুর্নীতি চাননা তিনি। তাই শুরু করেছেন দুয়ারে ত্রাণ কর্মসূচি।
ত্রাণ বিলি মমতার
আজ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের দফতরের সামনে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী। পথে নেমে দুর্গতদের খাদ্যদ্রব্য দেন তিনি। রাজ্য সরকারের তরফে সেখানে ত্রাণ বণ্টনেপ উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিক পর্যায়ে ইয়াস ক্ষতিগ্রস্তদের জন্য ১০০০ কোটি টাকার ত্রাণ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে জেলা গুলিতে সেগুলি বিতরণ করা শুরু হয়েছে। ত্রাণ বণ্টনে কোনও রকম বঞ্চনা তিনি বরদাস্ত করবেন না বলে সতর্ক করে দিয়েছেন সকলকে।
দুয়ারে ত্রাণ
আজ থেকেই ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হয়ে গিয়েছে দুয়ারে ত্রাণ কর্মসূচি। জেলা প্রশাসনের আধিকারীকদের কাছে ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে আবেদন জানাতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ১৮ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে ক্ষতিগ্রস্তদের আবেদনে যাচাই। তারপরে ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তরা নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।
পরিদর্শনে অভিষেক
গতকাল থেকে ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা গুলিতে পরিদর্শন শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল পাথর প্রতিমা, সন্দেশ খালির বিভিন্ন এলাকা পরিদর্শণ করেন তিনি। সেখানে দেবীচকে ত্রাণ শিবির পরিদর্শন করেন। জলপথে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। আজ কাঁথিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক। ঘুরে দেখেছেন ত্রাণ শিবিরও। সেখানে গিয়েও তিনি দুয়ারে ত্রাণ নিয়ে প্রচার করেছেন।
কলাইকুণ্ডার বৈঠকে ছিলাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেরিয়ে আসি, কেন্দ্রের শোকজের জবাবে জানালেন আলাপন