ইংল্যান্ড উড়ে যাওয়া বিরাট-রোহিত-মিতালিদের সাফল্য কামনায় মুখরিত নেট দুনিয়া

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল। বুধবার গভীর রাতে চার্টার্ড বিমানে মুম্বই ছাড়েন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা। একই বিমানে মুম্বই উড়ে গিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যরাও। তাঁদের সাফল্য কামনায় মুখরিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরাট-মিতালিরা দেশকে গর্বিত করবেন বলে আশা ক্রিকেট ফ্যানদের।

গভীর রাতে রওনা

কথামতো বুধবার গভীর রাতে জৈব সুরক্ষা বিধি মেনেই ইংল্যান্ডে রওনা হয় ভারতীয় ক্রিকেট দল। মুম্বই থেকে আইসিসি-র পাঠানো চার্টার্ড বিমানে ওঠেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা। একই বিমানে ইংল্যান্ডে পাড়ি জমান ভারতের মহিলা ক্রিকেটাররাও। তার আগের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

সপরিবারে ইংল্যান্ডে বিরাটরা

দুই দিন আগেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে পরিবারকে সঙ্গে নিয়েই ইংল্যান্ড সফরে যেকে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। সেই মতো নিজেদের স্ত্রী ও সন্তানদের নিয়েই ইংল্যান্ডের বিমান ধরেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা সহ অন্যান্যরা। বিমানে মহিলা ক্রিকেটারদের কয়েকজন পরিবারের সদস্যকেও দেখা গিয়েছে।

বিরাটদের সফলতা কামনা ফ্যানদের

প্রায় সাড়ে তিন মাসের সফরসূচি নিয়ে ইংল্যান্ডে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও তিনটি টি২০ খেলার কথা মিতালি রাজদের। দুই দলের থেকেই এই সফরে সফলতা আশা করেছেন দেশের ক্রিকেট ফ্যানরা। শুভেচ্ছাবার্তায় মুখরিত হয়েছে নেট দুনিয়া।

বিরাটদের সফরসূচি

১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন বিরাট কোহলিরা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে শেষ হবে সেই মোকাবিলা। যদিও তার আগেই নিজেদের সফর শেষ করে দেশে ফিরে আসবেন মিতালি রাজরা।

More WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Team India leaves Mumbai for long England tour, Indian women are also on board
Story first published: Thursday, June 3, 2021, 10:45 [IST]