নিভৃতবাসেই নিউজিল্যান্ডের মারণাস্ত্র তৈরি ভারতের, ভাইরাল বিরাটের অডিও ক্লিপ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ জুন থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত। তার আগে আজই ভারতীয় দল পৌঁছে গিয়েছে সাউদাম্পটনে। নিভৃতবাসের মধ্যে নজর থাকছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে চলা লর্ডস টেস্টের দিকে। তারই ফাঁকে কেন উইলিয়ামসনদের ব্যাটিংয়ে ধস নামানোর রণকৌশল কার্যত তৈরি ভারতের।

নিশ্চিত বুমরাহ

ঘূর্ণি উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ যে দল জিতেছিল সাউদাম্পটনে সেই প্রথম একাদশে নিশ্চিতভাবেই পরিবর্তন আসবে। ভারতের বোলিং আক্রমণ ঠিক কীরকম হবে তা নিয়ে চর্চা চলছেই। এটা অনেকটা স্পষ্ট হবে নিজেদের মধ্যে যে প্রস্তুতি ম্যাচ ভারত খেলবে তাতেও। ফিটনেস, স্যুইংয়ে কার বোলিং বেশি ক্ষুরধার তা তো দেখা যাবেই। প্রথম একাদশে জশপ্রীত বুমরাহ থাকছেন এটা নিশ্চিত।

ছবি- ইনস্টাগ্রাম

চার পেসারের ভাবনা

ভারতীয় দল ইংল্যান্ডে চার পেসার নিয়েই নামবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন সেই সম্ভাবনার বাস্তবায়ন নিশ্চিত করবে। সেক্ষেত্রে জাদেজা ও অশ্বিন স্পিন বোলিং আক্রমণ সামলাবেন। বুমরাহ-র মতো প্রথম একাদশে নিশ্চিত অভিজ্ঞ ইশান্ত শর্মাও। সাউদাম্পটনের হোটেলে পৌঁছে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন ইশান্ত। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতায় তিনি ভারতীয় বোলিং আক্রমণকে সমৃদ্ধ করতে পারবেন।

ছবি- ইনস্টাগ্রাম

সামি-সিরাজকে নিয়ে বিশেষ ভাবনা

গতকাল ইংল্যান্ড যাওয়ার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের একটি অডিও ক্লিপ লিক হয়েছে। অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর বোলিং আক্রমণ নিয়ে কথোপকথনের ক্লিপ। যেখানে বিরাটকে বলতে শোনা যাচ্ছে, শামি, সিরাজকে দিয়ে আমরাও রাউন্ড দ্য উইকেট বল করাব। এইটুকুই শোনা গিয়েছে। বোঝাই যাচ্ছে, নিউজিল্যান্ডের বাঁ হাতিদের কথা মাথায় রেখেই এই বিশেষ পরিকল্পনা। অস্ট্রেলিয়া সফরে দারুণ ফর্মে ছিলেন সিরাজ। শামির বোলিংয়েও বিরাটের ভরসা আছে। ফলে প্রথম একাদশে সুযোগের নিরিখে শার্দুল ঠাকুর আপাতত ব্য়াকফুটে। বুমরাহ, ইশান্ত, শামি ও সিরাজ- এই পেস আক্রমণেই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে আঘাত হানতে চাইছে ভারত।

শাস্ত্রীতে কৃতজ্ঞ সিরাজ

মহম্মদ সিরাজ জানিয়েছেন কোচ রবি শাস্ত্রী তাঁকে কীভাবে টেস্ট অভিষেকের আগে উৎসাহিত করেছিলেন। ২০ নভেম্বর তাঁর বাবা প্রয়াত হন। খবর পেয়েও কোচ শাস্ত্রীর কথাতেই দেশে ফেরার সিদ্ধান্ত বাতিল করেন সিরাজ। সিরাজের কথায়, কোচ আমাকে মেলবোর্ন টেস্টের আগে বলেন তুমি টেস্ট খেলো। বাবার আশীর্বাদে তুমি পাঁচ উইকেট পাবে। তোমার বাবার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। মেলবোর্ন টেস্টে অভিষেকেই ৭৭ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সিরাজ। ম্যাচের পর শাস্ত্রী সিরাজকে বলেন, তোমাকে বলেছিলাম না পাঁচ উইকেট পাবে। কোচ যেভাবে আমাকে উৎসাহিত করেছিলেন তাতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।

বিরাটকে নিয়ে

কঠিন সময়ে বিরাট কোহলি যেভাবে পাশে থেকেছেন সে কথাও জানিয়েছেন সিরাজ। তিনি বলেন, দুই বছর আগে আইপিএলে ভালো খেলতে পারিনি। তাতেও আমার উপর আস্থা রেখেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট ভাই আমাকে দলে রেখেছিলেন, এ জন্য আমি তাঁর কাছেও কৃতজ্ঞ। অস্ট্রেলিয়ায় সফর চলাকালীন বাবার মৃত্যুর খবর আসার পর কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণও আমার পাশে থেকে মনোবল বাড়িয়েছেন। ব্রিসবেন টেস্টে ভারত সিরিজ জিতেছিল, সেই টেস্টেও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন সিরাজ। ৫টি টেস্টে এখনও অবধি তাঁর উইকেট সংখ্যা ১৬। ইংল্যান্ড সফরেও তাই বিরাটের তুরুপের তাস সিরাজ। সাউদাম্পটনে পৌঁছে নিভৃতবাসেও ফুরফুরে মেজাজেই রয়েছেন ক্রিকেটাররা।

Vibes and views at Southampton 🤩

In about a fortnight, #TeamIndia stars will be battling for the #WTC21 title at this venue 💙#YehHaiNayiDilli #WTCFinal pic.twitter.com/gIQXHkWMjn

— Delhi Capitals (Stay Home. Wear Double Masks😷) (@DelhiCapitals) June 3, 2021

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Virat Kohli And Ravi Shastri May Use Mohammed Siraj And Mohammed Shami In The ICC WTC Final Against New Zealand. According To Siraj, Shastri Motivated Him During Australia Tour.