আদালতে কেন্দ্র! কিন্তু বন্ধ হবে না নয়া প্রাইভেসি পলিসির ‘পুশ নোটিফিকেশন’, হুঁশিয়ারি হোয়াটসঅ্যাপের

দেশজোড়া চাপানৌতরের মধ্যেই ফের নিজের অবস্থান স্পষ্ট করল বিশ্বখ্যাত মেসিজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কোনোভাবেই তারা তাদের প্রাইভেসি পলিসির থেকে পিছু হটবে না বলে বৃহঃষ্পতিবার সাফ জানিয়েছে ফেসবুক অধীনস্থ এই মেসেজিং সংস্থা। এমনকী যে সমস্ত গ্রাহকেরাও তাদের নয়া প্রাইভেসি পলিসিতে সম্মত নয় তাদেরকেও নতুন আপডেটের বিষয়ে 'রিমাইন্ডার’ দেওয়া হবে বলে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে।

অন্যদিকে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির বিরুদ্ধে নতুন দাবি তুলে ফের দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লি শীর্ষ আদালতে একটি হলফনামাও পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। যাতে কেন্দ্রের দাবি চালাকি করে গ্রাহকদের কাছ থেকে এই পলিসির অনুমতি নিয়ে গ্রাহক বিরোধী কাজকে উৎসাহ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। যা কার্যত আইন বিরুদ্ধ বলে দাবি সরকারের।

কেন্দ্রের আরও অভিযোগ নিজেদের ডিজিটাল ক্ষমতাকে ব্যবহার করে গ্রাহকদের এই পলিসি গ্রহণ করতে একরকম বাধ্যই করছে হোয়াটসঅ্যাপ। ক্রমাগত পুশ নোটিফিকেশনও পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। দ্রুত হোয়াটসঅ্যাপকে তাদের এই কার্যকলাপ বন্ধের নির্দেশ দিক আদালত, এমনটাই চাইছে কেন্দ্র। যদিও নিজেদের দাবিতে অনড় হোয়াটঅ্যাপও। তাদের দাবি, তাদের নতুন প্রাইভেসি পলিসি কোনোভাবেই গ্রাহকদের ব্যক্তিগত মেসেজে হাত দেয় না।

গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষাই তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য বলেও এদিনও ফের দাবি করেছেন হোয়াটঅ্যাপের এক মুখপাত্র। এদিকে শীঘ্রই হোয়াটসঅ্যাপে একাধিক নয়া ফিচারও আসতে চলেছে বলে জানা যাচ্ছে। ডিসঅ্যাপিয়ারিং মোড থেকে ভিউ ওয়ানস কিংবা একসঙ্গে একাধিক ডিভাইসে তা ব্যবহার করার মতো নয়া এই সব ফিচার আগামী কয়েক মাসেই যুক্ত হতে পারে বলে খবর।

More FACEBOOK News  

Read more about:
English summary
WhatsApp is adamant about the new privacy policy, the central government is at the door of the court again