তামিলনাড়ু: মরু শহরে ২০২১ আইপিএলের শেষাংশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই৷ স্থগিত হয়ে ২০২১ আইপিএল (postponed IPL 2021) ফের শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে৷ তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নেতৃত্বভার ফের গ্রহণ করতে রাজি দীনেশ কার্তিক (Dinesh Karthik)৷
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বাকি ৩১টি ম্যাচের দিনক্ষণ ঠিক করতে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কিন্তু ইতিমধ্যেই এই আইপিএলের চতুর্দশ সংস্করণের শেষাংশে না-খেলার ইচ্ছেপ্রকাশ করেছেন অনেক বিদেশি ক্রিকেটাররা (overseas players)৷ ফলে নাইটদের ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যানকে (Eoin Morgan) না-পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ কারণ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য তারা তাদের ক্রিকেটারদের ছাড়বে না।
আইপিএলের বাকি ৩১টি ম্যাচের জন্য তাদের দুই তারকা ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) এনওসি (NOC) দেবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ নাইটদের অজি পেসার প্যাট কামিন্সেরও (Pat Cummins) খেলা নিয়েও সংশয় রয়েছে। সম্প্রতি সিডনি মর্নিং হেরার্ল্ড সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে কেকেআর-এর তারকা অজি পেসার কামিন্স জানিয়েছেন, মাল্টি-মিলিয়ন ডলার আইপিএলে এবার আর তিনি খেলতে চান না৷
ফলে নাইটদের নেতা নিয়ে সমস্যা দেখা দিতে পারে টাইমস অফ ইন্ডিয়া-কে এক সাক্ষাৎকারে প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক (Dinesh Karthik) জানিয়েছেন, ‘প্যাট কামিন্স নিজেই জানিয়েছে ও আইপিএল খেলতে আসছে না৷ কিন্তু ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) বিষয়টি এখনও ঠিক নয়৷ এখনও তিন মাস বাকি রয়েছে৷ সেপ্টেম্বরের মধ্যে অনেক কিছু হতে পারে৷ তবে আমাকে দায়িত্ব নিতে বললে, আমি তৈরি৷’
গত আইপিএলের মাঝপথে সতীর্থ মর্গ্যানকে দলের অধিনায়কত্ব হস্তান্তর করেছিলেন কার্তিক। টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটে রান না-থাকায় প্রবল সমালোচিত হতে হয়েছিলেন কেকেআর ক্যাপ্টেন। সে সময় কার্তিককে অধিনায়কের পদ ছেড়ে দেওয়ায়ও দাবি উঠেছিল। কিন্তু চেন্নাই সুপার কিংস এবং কিংস পঞ্জাব ম্যাচে কার্তিকের অধিনায়কত্ব নজর কাড়ে৷ পাশাপাশি পঞ্জাব ম্যাচে ব্যাটে ঝড় তুলে সমালোচকদের জবাব দিলেও শেষরক্ষা হয়নি৷ মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কার্তিক৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.