গত কয়েকদিনে ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ অনেকটাই নেমেছে। দেখা গিয়েছে দেড় লাখের থেকে বহু নিচে রয়েছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবারও সামান্য হলেও ভারতের করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দেখা দিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লখ ৩৪ হাজার জন।
বুধবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩২,৭৮৮ জন। এরপর আজ দেশে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,৩৪,১৫৪ জন। দেশে শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৮৭ জন । শেষ ২৪ ঘণ্টায় ২,১১৪৯৯ জন করোনাজয়ী রয়েছেন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৪,৪১,৯৮৬ জন। এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিনেশন নিয়ে রীতিমতো উদ্বেগ রয়েছে দেশে। প্রসঙ্গত , গত কয়েকদিনে করোনায় ৪ হাজার জনের মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে করোনায় বর্তমান পরিস্থিতিতে মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে। যা নিঃসন্দেহে স্বস্তির বার্তা।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। আপাতত মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জন। প্রসঙ্গত, ইতিমধ্যেই করোনার জেরে কেন্দ্রের নীতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। গতকালই এই ইস্যুতে কেন্দ্রের নীতির সমালোচনা করে কোর্ট। সাফ জানানো হয়, করোনায় ১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের নীতি সম্পূর্ণ খেমাখেয়ালি ও অযৌক্তিক। প্রসঙ্গত, দেশের করোনার দ্বিতীয়স্রোতে বহু ১৮ থেকে ৪৪ বছর বয়সী আক্রান্ত হয়েছেন। তারপরও অর্থের বিনিময়ে এই বয়সসীমার নাগরিকদের ভ্যাকসিন প্রদানের নীতিতে অসন্তুষ্ট শীর্ষ আদালত।